মহমেডানকে পয়েন্ট ফিরিয়ে জরিমানা ৫০ হাজার, আইএফএ-র ভোলবদল

প্রতীকী চিত্র

এ কী কাণ্ড! কদিন আগেই আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি জোর গলায় ঘোষণা করেছিল মহমেডান স্পোর্টিং খেলার শেষ ৩ মিনিট চার ভূমিপুত্রকে না খেলিয়ে তিনজনকে খেলানোর দায় তাদের তিন পয়েন্ট প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে দিয়ে দেওয়া হল। ইস্টবেঙ্গল এই পয়েন্ট পাওয়াতে কলকাতা লিগ জয়ের পথ পরিষ্কার করে ফেলে। তার বিরুদ্ধেই লিগ খেতাব জয়ে এগিয়ে থাকা ডায়মন্ড হারবার এফসি প্রতিবাদ জানিয়ে আইএফএ-কে চিঠি দেয়। আবার লঘু পাপে গুরু দণ্ডর মতো মহমেডান স্পোর্টিয়ের অবস্থা হয়। মহমেডানও চিঠি দেয় ব্যাপারটিকে অন্যভাবে দেখবার জন্য।

আইএফএ-র আইনে কি ধরনের শাস্তি হতে পারে তার কোনও উল্লেখ ছিল না বলে জানানো হয়। আইএফএ কিভাবে মহমেডানের পুরো পয়েন্ট কেটে নেওয়া হল তার কোনও উত্তর সেইভাবে দিতে পারেনি।

সোমবার আইএফএ গভর্নিং বডির সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবং সদস্যদের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। শেষ পর্যন্ত চেয়ারম্যান সুব্রত দত্ত জানান, আইনের পথ ধরেই এই ধরনের পয়েন্ট কাটা উচিত নয়। তাই ইস্টবেঙ্গলের পাওয়া ওই তিন পয়েন্ট ফিরিয়ে নেওয়া হল। আর মহমেডান স্পোর্টিকেও পয়েন্ট দিয়ে দেওয়া হয়। পাশাপাশি মহমেডান স্পোর্টিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাই অনেকেই প্রশ্ন তুলছেন আইএফএ-র প্রধান কর্মকর্তারা কেন আইন অনুসারে শাস্তি দিলেন না। আবার শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের আগে সেই অভিযোগ লিগ সাব কমিটিতে কেন আলোচিত হল না। সভাটি পরিচালনা করেন সভাপতি অজিত ব্যানার্জি