ফুটবলে শুধু তাজ্জব নয়, অভাবিত ঘটনা প্রথোমার্ধের ৩৭ দিন বাদে দ্বিতীয়ার্ধের খেলা
একটি ফুটবল ম্যাচ প্রথমদিন ৪৫ মিনিট বা প্রথমার্ধ খেলা হয়েছিন, তার ৩৭ দিন পর দ্বিতীয়ার্ধ বা বাকি ৪৫ মিনিটের খেলা হল। এই তাজ্জব ঘটনার কথা যদি না শুনে থাকেন তবে পর্তুগালের ফুটবল লিগে এফসি পোর্তো ও এস্টোরিলের ম্যাচের কাহিনী শুনুন। ১৫ জানুয়ারি এই দুটি দলের লিগ ম্যাচটি প্রথমার্ধ খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় হাফটাইমে।