অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে বাংলার ২ ক্রিকেটার

পুনেতে ভারতীয় ক্রিকেট টিম।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের ১৮ জন খেলোয়াড়ের নাম ঘোষণা হয়ে গিয়েছে। সেই দলে বাংলার দুই ক্রিকেটার রয়েছেন। বাংলা থেকে জায়গা পেলেন অভিমন্যু ঈশ্বরণ ও আকাশদীপ। আর রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমারকে। কিন্তু এই দলে রাখা হয়নি ভারতের নির্ভরযোগ্য দ্রুতগামী বোলার মহম্মদ শামিকে। শামি কিছুদিন ধরেই রিহ্যাব করে নিজেকে পুরোপুরি ফিট অবস্থায় ফিরে এসেছিলেন। এমনকি তিনি বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে শেষ দু’টি ম্যাচ খেলবেন বলে জানিয়েছিলেন। আসল লক্ষ্য ছিল, ভারতীয় দলের হয়ে তিনি অস্ট্রেলিয়ায় যাবেন।

কিন্তু সেই আশা পূর্ণ হল না। জানা গিয়েছে, শামি এখনও চোট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। তাই নির্বাচকরা কোনওভাবেই চোট পাওয়া খেলোয়াড়কে দলের সঙ্গে নিয়ে যেতে রাজি হননি। শোনা গিয়েছিল, কোচ গৌতম গম্ভীর শামির বল করা দেখে খুশি হয়েছিলেন। তাই আশা করেছিলেন, হয়তো অস্ট্রেলিয়া সফরে শামিকে দলে রাখা হবে। অর্থাৎ অস্ট্রেলিয়া সফরে কোনও খেলাতেই শামির জায়গা হবে না ভারতীয় দলে। বোর্ড সিদ্ধান্ত নেয়, কুলদীপ যাদবের দীর্ঘদিন ধরে বাঁদিকে কুচকিতে একটা টান রয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে তিনি দৌড়তে পারছেন না। অর্থাৎ এখানেও চোটের কারণ দেখিয়ে নির্বাচকরা কুলদীপ যাদবকে দলের বাইরে রেখেছেন।

সাধারণত দিপাক্ষিক সিরিজে ১৫ জনের দল ঘোষণা করা হয়। কিন্তু এবারে দেখা গেল ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে তিনজন ক্রিকেটারকে রিজার্ভে রাখা হয়েছে। সেই কারণেই দলের সদস্য সংখ্যা বেড়েছে। অভিমন্যু ঈশ্বরণ আগেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। আবারও তিনি ডাক পেলেন এবারে। এছাড়া এই দলে নতুন মুখ বলতে হর্ষিত রাণা ও নীতীশ কুমার রেড্ডি। হর্ষিত দীর্ঘদিন আইপিএল ক্রিকেটে কেকেআর দলের হয়ে খেলছেন। তাই কোচ গৌতম গম্ভীর হর্ষিতকে খুব ভালো করেই চেনেন। এই সুবাদে হয়তো হর্ষিতকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নীতীশ কুমার রঞ্জি ট্রফি ক্রিকেটেও ভালো খেলছেন। তাই নতুন মুখ হিসেবে তাঁকে রাখার কথা ভেবেছেন বোর্ডের নির্বাচকরা।


অস্ট্রেলিয়া সফরে ভারত পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ পার্থে হবে ২২ নভেম্বর থেকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। অ্যাডিলেডে এই টেস্ট ম্যাচটি দিন-রাতে হবে। লিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর। আর মেলবোর্নে এবারে বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। আর পঞ্চম বা শেষ টেস্ট ম্যাচ হবে সিডনিতে অনুষ্ঠিত হবে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে এবং চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। আর এই টেস্টের উপরেই বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ভারতের প্রত্যাশা নির্ভর করছে।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল— রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সয়োল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভে রয়েছেন— মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।