সরফরাজ খানের জীবনই বদলে গেছে

মুম্বই— ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতীয় দলে সুযোগ পান বিদ্রোহী ক্রিকেটার সরফরাজ খান৷ তিনি তিনটি ম্যাচ খেলেছেন৷ এই তিনটি ম্যাচে উদীয়মান তারকা সরফরাজের ব্যাট থেকে এসেছে ২০০ রান৷ কেন তিনি টেস্টে জায়গা পাচ্ছেন না, তা নিয়ে বিদ্রোহ প্রকাশ করেন৷ শেষ পর্যন্ত নির্বাচকরা সরফরাজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন৷ দলে জায়গা পাওয়ার পরেই অভিষেক টেস্ট ম্যাচে সরফরাজ ৬০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন৷

সরফরাজ টেস্টে খেলার পরেই তাঁর জীবনটাই এখন অনেকটা বদলে গিয়েছে৷ প্রথমে তিনি যেভাবে বিদ্রোহ প্রকাশ করেছিলেন, পরবর্তী সময়ে দেখা গেল বর্তমান সরফরাজ একেবারেই অন্য জীবন শুরু করেছেন৷ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন৷ এমনকি তাঁর বাবা ছেলের খেলা দেখে কাঁদতে শুরু করেছিলেন৷ সেই ছেলে সরফরাজ বাবার চোখের জল মুছিয়ে দিয়েছেন৷ আসলে, তাঁর খেলোয়াড়ি জীবনে বাবার অনেক অবদান৷ বাবার জন্যই আজ সরফরাজের স্বপ্ন পূরণ হয়েছে৷ সরফরাজের উচ্চ প্রশংসা করেছেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা৷