• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ম্যাচের সেরা সম্মানে বিরাট ধোনিকে স্পর্শ করলেন

বিরাট কোহলির সঙ্গে নজির যেন সমার্থক হয়ে উঠেছে বেঙ্গালুরু— বিরাট কোহলি বলতেই জয়ের নায়ক৷ সোমবার আইপিএল ক্রিকেটে বিরাট কোহলি ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিলেন৷ ব্যাট হাতে দলকে জিতিয়ে দিলেন বিরাট৷ ম্যাচের সেরা হয়েছেন বিরাট নিজেই৷ আর এই পুরস্কার পেয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি৷ আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

বিরাট কোহলির সঙ্গে নজির যেন সমার্থক হয়ে উঠেছে

বেঙ্গালুরু— বিরাট কোহলি বলতেই জয়ের নায়ক৷ সোমবার আইপিএল ক্রিকেটে বিরাট কোহলি ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিলেন৷ ব্যাট হাতে দলকে জিতিয়ে দিলেন বিরাট৷ ম্যাচের সেরা হয়েছেন বিরাট নিজেই৷ আর এই পুরস্কার পেয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি৷ আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নায়ক বিরাট কোহলি ১৭ বার ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন৷ ম্যাচের সেরা নিরিখে ধোনিকে স্পর্শ করে ফেললেন বিরাট৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাটের উপরে রয়েছেন শুধু রোহিত শর্মা৷ তিনি ১৯বার ম্যাচের সেরা সম্মানে সম্মানিত হয়েছেন৷

তবে, আইপিএল ক্রিকেটে সবচেয়ে বেশিবার ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন বর্তমানে বিরাটের সতীর্থ ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স৷তিনি ২৫ বার ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গিল৷ তিনি ২২বার ম্যাচের সেরা হয়েছেন৷ তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ আর তারপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার৷ তিনি ১৮বার ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন৷ অর্থাৎ বিরাটের উপরে থাকা চার ক্রিকেটারের মধ্যে ওয়ার্নার ও রোহিত এখনও আইপিএল ক্রিকেটে খেলছেন৷ ক্রিস গিল ও ডিভিলিয়ার্স আর আইপিএল ক্রিকেট খেলেন না৷ বিরাট এবার দারুণ ফর্মে রয়েছেন৷ তিনি একাই পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই করে দলকে জিতিয়ে দিলেন৷ তিনি যেভাবে এই মরশুমে ব্যাট করে চলেছেন, তাতে আগামী দিনে ওয়ার্নার ও রোহিতকে টপকে যেতে পারেন বলে বিশ্বাস৷

এদিকে বিরাট কোহলি নামের সঙ্গে রেকর্ডটা যেন সমার্থক হয়ে গিয়েছে৷ যে উইকেটে ব্যাট করেছেন বিরাট কোহলি, সেখানে তাঁর একটা রেকর্ড গড়ার প্রবণতা দেখা গিয়েছে৷ ইতিমধ্যে আইপিএল ক্রিকেটে সোমবার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়লেন বিরাট৷ শুধু ক্যাচ ধরাই নয়, তারই সঙ্গে ব্যাট করতে নেমে আরেকটি কীর্তি গড়লেন৷ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করার পরেই তিনি অর্ধ শতরানের সেঞ্চুরি করলেন৷ বিরাট বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নামেন পাঞ্জাবের বিরুদ্ধে৷ ঝোড়ো ব্যাটিংয়ে কোহলি একের পর এক রান তুলতে থাকেন বেঙ্গালুরুর স্কোর বোর্ডে৷ পাঞ্জাবের বোলাররা কিছুতেই বিরাটকে আউট করতে পারছিলেন না৷ তবে, ৪৯ বলে ৭৭ রানের মাথায় তিনি ইনিংস শেষ করলেন৷ তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও দু’টি ছক্কা৷ আর এই রান করার ফাঁকে তিনি বুঝিয়ে দিলেন, তাঁর ব্যাট এখনও কথা বলে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচে নামেননি ভারতের মাটিতে৷ অনেকে ভেবেছিলেন, কোহলি বেশ কিছুদিন মাঠের বাইরে থাকায় সেইভাবে টি-টোয়েন্টি খেলায় হয়তো রান পাবেন না৷ কিন্ত্ত সেই ভাবনাকে নস্যাৎ করে দিয়ে বিরাট বুঝিয়ে দিলেন বিরাট বিরাট জায়গায়ই রয়েছেন৷ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ১০০টি অর্ধশতরানের ইনিংস খেলে রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি৷ তিনি টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে৷ টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধশতরান করার রেকর্ড ক্রিস গেইলের৷ গেইলের রয়েছে ১১০টি অর্ধশতরান৷ এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার৷ ২০ ওভারের ক্রিকেটে তাঁর অর্ধ শতরান রয়েছে ১০৯টি৷ তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি৷ তিনি এখনও পর্যন্ত ১০৯টি অর্ধশতরান করেছেন৷ সোমবারের খেলার আগে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন পাকিস্তানের বাবর আজম৷ টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ৯৯টি অর্ধশতরান রয়েছে৷ এদিন চতুর্থ স্থানে রয়ে গেলেন তিনি৷ পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার৷ টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ৯৮টি অর্ধশতরান করেছেন৷ ভারতীয় ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলির পরে রয়েছেন দ্বিতীয় স্থানে রোহিত শর্মা৷ তিনি এখনও পর্যন্ত ৮১টি অর্ধশতরান করেছেন৷ তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান৷ তিনি ৭১টি অর্ধ শতরান করার কৃতিত্ব দেখিয়েছেন৷