• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইপিএলের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছাই হবে

মুম্বই— এই মুহূর্তে সারা ভারতজুড়ে আইপিএল ক্রিকেট চলছে৷ তার মাঝেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল বাছাই করা হবে৷ আইপিএল শেষ হলেই আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা৷ আইসিসি’র নিয়মানুসারে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের নাম ১ মে’র মধ্যে পাঠিয়ে দিতে হবে৷ তবে, ২৫ মে পর্যন্ত দলের অদলবদল করা যাবে৷ সেই কারণেই চেষ্টা করা

মুম্বই— এই মুহূর্তে সারা ভারতজুড়ে আইপিএল ক্রিকেট চলছে৷ তার মাঝেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল বাছাই করা হবে৷ আইপিএল শেষ হলেই আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা৷ আইসিসি’র নিয়মানুসারে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের নাম ১ মে’র মধ্যে পাঠিয়ে দিতে হবে৷ তবে, ২৫ মে পর্যন্ত দলের অদলবদল করা যাবে৷ সেই কারণেই চেষ্টা করা হচ্ছে, আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে৷ খুব সম্ভবত এপ্রিল মাসের শেষ সপ্তাহে কোনও একটা সময়ে ভারতীয় দল নির্বাচন করা হবে৷ আইপিএলের প্রথম পর্ব অবশ্য তখন শেষ হয়ে যাবে৷ অর্থাৎ এই খেলায় যাঁরা দারুণ ফর্মে থাকবেন এবং নজরে আসবেন, তাঁরা হয়তো ভারতীয় দলে জায়গা করে নিতে পারবেন৷ অবশ্য তাঁদের ফিটনেসটাও নির্বাচকদের কাছে একটা বড় ব্যাপার৷ আনফিট খেলোয়াড়দের কোনওভাবেই ভারতীয় দলে জায়গা দেওয়া হবে না৷ আনফিট খেলোয়াড় যদি আইপিএল ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে, তবুও তাদের কোনওভাবেই দলে রাখা হবে না৷ আগামী ১৯ মে আইপিএল ক্রিকেটে লিগ পর্বের খেলা শেষ হয়ে যাবে৷ হয়তো সেই সময় ভারতীয় দলে যাঁরা জায়গা পাবেন, তাঁদের মধ্যে হয়তো অনেককেই আমেরিকার উদ্দেশে রওনা হতে হবে৷ গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একই প্রক্রিয়া সংগঠিত হয়েছিল৷

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে সম্ভাব্য খেলোয়াড় কারা হতে পারেন, তাঁদের কি কোনওরকম নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে, এই প্রশ্নের উত্তরে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ যদি চোট পান, তাহলে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে৷ তবে ক্রিকেটাররা কতগুলি ম্যাচ খেলবেন, তা নিয়ে কোনও নির্দেশ বের্ডের পক্ষ থেকে নেই৷

এদিকে অন্য সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অবশ্যই রোহিত শর্মা থাকছেন৷ সেই দলে সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় বিরাট কোহলির পাশে আরও কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের অবশ্যই রাখা হবে৷ তবে, তরুণ ক্রিকেটারদের এবার বিরাট সুযোগ থাকবে ভারতীয় দলের হয়ে খেলার জন্য৷ হয়তো অনেকেই এঁদের মধ্যে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন৷ একঝাঁক তরুণ ক্রিকেটার যেভাবে এই মুহূর্তে ভারতীয় দলকে শাসন করছেন, তাতেই বোঝা যায় আগামী দিনের জন্য ভারতীয় দলে তাঁরা তারকা ক্রিকেটার৷ তবুও এই মুহূর্তে বাছাই পর্বে কোন কোন খেলোয়াড় আসবেন, তা নিয়ে জল্পনা চলছে৷ নির্বাচকরা এই মুহূর্তে অন্য কোনও কথা বলতেই চাইছে না৷ তবে, এপ্রিল মাসে ভারতীয় দল ঘোষণার সময় স্পষ্টই তরুণ মুখদের দেখতে পাওয়া যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷