• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শুরু হলো ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

নিজস্ব সংবাদদাতা– শনিবার শুরু হলো ” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪”৷ শনিবার এবং রবিবার অর্থাৎ ১৬ ও ১৭ই মার্চ এই দুদিন ধরে চলবে এই টুর্নামেন্ট৷ সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশন “ক্যারাটে এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”র অনুমোদিত অল ইন্ডিয়া ধামিকা কাই ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং এই প্রথম বিএসএফের সহযোগিতায়” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” অনুষ্ঠিত হতে চলেছে৷ প্রতিযোগিতাটি চলবে

নিজস্ব সংবাদদাতা– শনিবার শুরু হলো ” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪”৷ শনিবার এবং রবিবার অর্থাৎ ১৬ ও ১৭ই মার্চ এই দুদিন ধরে চলবে এই টুর্নামেন্ট৷ সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশন “ক্যারাটে এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”র অনুমোদিত অল ইন্ডিয়া ধামিকা কাই ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং এই প্রথম বিএসএফের সহযোগিতায়” ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” অনুষ্ঠিত হতে চলেছে৷ প্রতিযোগিতাটি চলবে হবে কলকাতার ডানলপ মোড়ে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে৷

উল্লেখ্য, যে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ থেকে পঁয়ষট্টির প্রায় ১০০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়৷ মহিলা ও পুরুষ দুটি বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ এই প্রতিযোগিতায় জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় অংশগ্রহণ করেছেন৷