• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিরাটের ব্যাটে জিতল আরসিবি

বেঙ্গালুরু– আইপিএলের ম্যাচে নিশ্চয় জাতীয় নির্বাচকরা হাজির ছিলেন৷ সেটাই স্বাভাবিক৷ কারন টি২০ বিশ্বকাপের দল বাছাই করতে এই আইপিএলকে তাঁরা পাখির চোখ করেছেন৷ কোনও ম্যাচ বাদ দিতে চান না৷ বিশেষ করে আরসিবি ম্যাচ তো নয়ই৷ কারন বিরাট কোহলির টি২০ বিশ্বকাপ দলে জায়গা পেতে আইপিএলে কিছু একটা করতে হবে৷ তার উপর আবার ভারত অধিনায়কের ভোট তাঁর দিকে

বেঙ্গালুরু– আইপিএলের ম্যাচে নিশ্চয় জাতীয় নির্বাচকরা হাজির ছিলেন৷ সেটাই স্বাভাবিক৷ কারন টি২০ বিশ্বকাপের দল বাছাই করতে এই আইপিএলকে তাঁরা পাখির চোখ করেছেন৷ কোনও ম্যাচ বাদ দিতে চান না৷ বিশেষ করে আরসিবি ম্যাচ তো নয়ই৷ কারন বিরাট কোহলির টি২০ বিশ্বকাপ দলে জায়গা পেতে আইপিএলে কিছু একটা করতে হবে৷ তার উপর আবার ভারত অধিনায়কের ভোট তাঁর দিকে রয়েছে৷

নির্বাচকরা না চাইলেও একেবারে উডি়য়ে দিতেও পারছেন না৷ তাই বিরাটের দিকে সকলের চোখ৷ ২২ মার্চ চেন্নাইয়ে সিএসকে-র বিরুদ্ধে সুবিধা করতে না পারলেও বেঙ্গালুরুতে এদিন বিরাট ম্যাজিক দেখতে পাওয়া গেল৷ তাঁর ৪৯ বল-এ ৭৭ রানের ( ১১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি৷ স্ট্রাইক রেট ১৫৭.১৪) ইনিংস আরসিবিকে প্রথম জয় এনে দিল৷ নির্বাচকরা এই ফরম্যাটে তাঁর ব্যাটিংয়ের স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছেন৷ প্রশ্ন তুলেছেন, বিরাটকে দলে রাখতে হলে কয়েকজন জুনিয়র ক্রিকেটার প্রথম একাদশে জায়গা পাবেন না৷ এরপর বিরাটকে নিয়ে তাঁরা কি বলবেন৷ তবে একটা ম্যাচ দিয়ে হবে না৷ তাঁদের মাথা ঘুরিয়ে দিতে বিরাটকে এভাবে আরও ইনিংস খেলতে হবে৷ কঠিন ম্যাচে রান করে দলকে জেতাতে হবে৷ অবাক লাগে ৩৫ বছর বয়সে দাঁডি়য়ে বিশ্বকাপ দলে ঢুকতে তাঁকে নাকি পরীক্ষা দিতে হবে৷ তবে সেই পরীক্ষায় বিরাট কি করবেন তা সবাই জানেন৷ যেমন এদিন বেঙ্গালুরুর মাঠে বসে সবাই দেখলেন বিরাট বড় ইনিংস খেলে দিলে আরসিবি ম্যাচ ঠিক বের করে নেবে৷ এদিন পাঞ্জাবের ৬ উইকেটে ১৭৬ রান টপকাতে ১৯.২ ওভার খেলতে হল আরসিবি-কে৷ এবং সব শেষে আরসিবি চার উইকেটে ম্যাচ জিতল৷

আরসিবি টস জিতে এদিন পাজ্ঞাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল৷ অধিনায়ক শিখর ধাওয়ান (৪৫) ছাড়া বড় রান কেউ পেলেন না৷ চারজন কুডি়র ঘরে ঢুকে আটকে গেলেন৷ তাই ১৭৬ রান নিয়ে ফের লড়াইয়ে নামতে হল পাজ্ঞাবকে৷ দলের হয়ে সিরাজ দুটি উইকেট পেলেন৷ ম্যাক্সওয়েলও হাত ঘুরিয়ে দুটি উইকেট তুলে নিলেন৷ ব্যস এখানেই শেষ৷ ওঁদের ছাপিয়ে গেলেন পাজ্ঞাবের হরপ্রীত ব্রার৷ ৪ ওভারে ১৩ রান দিয়ে পেলেন দুটি উইকেট৷ রাবাডাও তাই৷ তিনি শুরুতে আঘাত হানেন৷ অধিনায়ক ফাফ ও গ্রিনকে ফিরিয়ে দেন রাবাডা৷ পাওয়ার প্লে-তে দুটি উইকেট চলে যাওয়ার পর বিরাট ম্যাচ ধরেন৷ সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা পাতিধার মোটেই সুবিধা করতে পারছেন না৷ আগেরদিন রান পাননি৷