অসীম চক্রবর্তী — বিপদ ভঞ্জন দে নামটার মধ্যে দিয়ে আলাদা একটা অনুভূতি তৈরি হয়৷ ফুটবল খেলার মাঠে যখনই তাঁর সঙ্গে দেখা হয়েছে তখনই তিনি পাশে থাকার একটা বার্তা দিয়েছেন৷ বাটানগর নুঙ্গি অঞ্চলে ফুটবল মাঠে তখন বিপদ ভঞ্জন দে বলতেই আবুদা সকলের কাছে আপনজন ছিলেন৷ পড়াশুনো নুঙ্গি হাইস্কুলে৷ পড়াশুনোর পাশাপাশি ফুটবল খেলায় তিনি সবাইকে মাতিয়ে রাখতেন৷ বাটানগর থেকে কলকাতা ময়দানে তাঁর দাপট দেখতে পাওয়া গেছে৷ একটা সময় নুঙ্গি হাইস্কুলের সঙ্গে বাটানগর স্কুলের প্রদশর্নী ফুটবল খেলার সময় তাঁকে দেখা গিয়েছে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন৷ কলকাতা ময়দানে চুটিয়ে ফুটবল খেলেছেন৷ ক্যালকাটা জিমখানার হয়ে তিনি খেলবার সময় সবার নজর কেড়ে নিয়েছিলেন৷ জিমখানায় যখন খেলছেন তাঁর সঙ্গে মানস ভট্টাচার্যও দাপুটে খেলোয়াড় ছিলেন৷ মোহনবাগানের বিরুদ্ধে ক্যালকাটা জিমখানার খেলায় বিপদ ভঞ্জন দে দুরন্ত ফুটবল খেলে পয়েন্ট কেড়ে নিয়েছিলেন৷ মোহনবাগানের বিজয়রথ থমকে গিয়েছিল আবুদা ও মানসদার জন্য৷ বাটানগর থেকে প্রচুর ফুটবলারকে জায়গা করে দিয়েছে কলকাতা ময়দানে আবুদা৷ তাঁর প্রশিক্ষণে বেশকিছু খেলোয়াড় ভিন রাজ্যে গিয়েও সুনাম অর্জন করেছেন৷ কিছুদিন আগে বিপদ ভঞ্জন দে (আবুদা) প্রয়াত হয়েছেন৷ তাঁর প্রয়াণে শুধু বাটানগরে নয় ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে৷