• facebook
  • twitter
Monday, 16 September, 2024

জীবন যুদ্ধে সফল হওয়ার জন্য বর্তমানে মোবাইলকেই হাতিয়ার রূপে গ্রহণ করতে চাইছে যুবসমাজ : নিপুন মারিয়া

জেনারেশন জেড-এর জীবনপথের বিভিন্ন বাঁধা ও সমস্যার অনুসন্ধান এবং তাঁদের স্বপ্নকে সফল করার মার্গ অন্বেষণ

জীবন যুদ্ধে সফল হওয়ার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতের বর্তমান যুবসমাজ মোবাইলকেই হাতিয়ার রূপে গ্রহণ করতে চাইছে বলে ‘আইকূ ইণ্ডিয়া’ (‘আইকূ ইণ্ডি) তার সমীক্ষার ফলাফল প্রকাশ করল। “ভারত সহ পশ্চিমবঙ্গের বর্তমান যুব সম্প্রদায়ের একটা বড়ো অংশ তাঁদের কর্মজীবনের ভিত্তি স্থাপনের মাধ্যম রূপে বেছে নিচ্ছে সমাজমাধ্যমের বিভিন্ন মঞ্চকে” ‘আইকূ’-র ২০২৪ সালের অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদন থেকে এমনই তথ্য উজাগর হচ্ছে বলে আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘আইকূ ইণ্ডিয়া’-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নিপুন মারিয়া (নিপুন মারিয়া, সিইও ‘আইকূ ইণ্ডি)। কলকাতার এক বিলাসবহুল হোটেলে ‘ভিভো’ (ভিভো)-র নিয়ন্ত্রণাধীন স্মার্টফোন ব্র্যান্ড ‘আইকূ’ (‘আইকূ স্মার্টফোন)-র ২০২৪ সালের অনুসন্ধান প্রতিবেদন (‘আইকূ কোয়েস্ট রিপোর্ট ২০২৪) প্রকাশ করার সময় সংবাদমাধ্যমকে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ‘আইকূ ইণ্ডিয়া’-র মূখ্য কার্যনির্বাহী আধিকারিক নিপুন মারিয়া আরো বলেছেন, “জেনারেশন জেড (জেন জেড) তাঁদের আভ্যন্তরীণ গুণকে বিকশিত করার জন্য বর্তমানে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামগ্রীর উপর বেশি করে নির্ভরশীল হয়ে পড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যুবসমাজ বিজ্ঞান ও নৃত্য-গীত-নাটকের মতো নানান বিষয়ের উচ্চ শিক্ষা বা নতুনত্বের খোঁজে বর্তমানে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপকে বেশি করে আঁকড়ে ধরছে। “জেনারেশন জেড-এর জীবনপথের বিভিন্ন বাঁধা ও সমস্যার অনুসন্ধান এবং তাঁদের স্বপ্নকে সফল করার মার্গ অন্বেষণ তথা অনুপ্রাণিত করার লক্ষ্যেই ভারত সহ অন্যান্য কয়েকটা দেশে সমীক্ষা চালিয়েছিল ‘আইকূ ইণ্ডিয়া’। এই প্রতিবেদন তারই ফলাফল।