• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

‘ভয় দেখানো কংগ্রেসের সংস্কৃতি’

দিল্লি, ২৮ মার্চ – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ৬০০ আইনজীবী চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের উদ্দেশে তোপ দেগে মোদি লেখেন, ‘জোর করে সকলকে ভয় দেখানো এবং তাদের হেনস্থা করাই কংগ্রেসের সংস্কৃতি৷ পাঁচ দশক ধরে তারা এমনটাই করে আসছে৷ তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের

দিল্লি, ২৮ মার্চ – সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ৬০০ আইনজীবী চিঠি দেওয়ার কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিরোধীদের উদ্দেশে তোপ দেগে মোদি লেখেন, ‘জোর করে সকলকে ভয় দেখানো এবং তাদের হেনস্থা করাই কংগ্রেসের সংস্কৃতি৷ পাঁচ দশক ধরে তারা এমনটাই করে আসছে৷ তারা নিজেরাই একটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগের দাবি জানিয়েছিল৷ এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নির্লজ্জভাবে অন্যদের থেকে প্রতিশ্রুতি দাবি করছে৷ তবে দেশের জন্য কোনও প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ৷ এতে অবাক হওয়ার কোনও কারণ নেই, ১৪০ কোটি দেশবাসী তাদের পরিত্যাগ করেছে৷ ‘

আইনজীবীদের লেখা চিঠি প্রকাশ্যে আসার পরেই এই নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী৷ তবে আইনজীবীদের চিঠির জবাবে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি প্রধান বিচারপতি৷