• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

তরুণরা মুখ ফেরানোতেই ভোট বিপর্যয়! বিজেপির ‘ব্যর্থতা’র ময়নাতদন্ত করল RSS

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: ডাক ছিল চারশো পারের৷ কিন্ত্ত ২০২৪ লোকসভা নির্বাচনে একধাক্কায় আসনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে এনডিএর৷ আগের দুবার যেখানে বিজেপির একাই ‘ম্যাজিক ফিগার’ টপকে গিয়েছিল, সেখানে তাঁদের থামতে হয়েছে অনেক আগেই৷ কেন এই অবস্থা? এবার তারই ময়নাতদন্ত করল আরএসএস (RSS)৷ সংঘের মতে, বিজেপির আসনসংখ্যা কমার পিছনে অন্যতম কারণ বেকারত্ব ও পরীক্ষা দুর্নীতি নিয়ে তরুণদের

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: ডাক ছিল চারশো পারের৷ কিন্ত্ত ২০২৪ লোকসভা নির্বাচনে একধাক্কায় আসনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে এনডিএর৷ আগের দুবার যেখানে বিজেপির একাই ‘ম্যাজিক ফিগার’ টপকে গিয়েছিল, সেখানে তাঁদের থামতে হয়েছে অনেক আগেই৷ কেন এই অবস্থা? এবার তারই ময়নাতদন্ত করল আরএসএস (RSS)৷ সংঘের মতে, বিজেপির আসনসংখ্যা কমার পিছনে অন্যতম কারণ বেকারত্ব ও পরীক্ষা দুর্নীতি নিয়ে তরুণদের ক্ষোভ৷

যে কটি রাজ্যে বিজেপি (BJP) সবচেয়ে খারাপ ফলাফল করেছে, তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)৷ আরএসএস-এর সাম্প্রতিক বৈঠকে উঠে এসেছে সেই দিকটাও৷ যোগীরাজ্যের এই পরিস্থিতির পিছনে দলিত ও অনগ্রসর শ্রেণির ভোটব্যাঙ্ককেই দায়ী করা হয়েছে৷ ওই ভোটব্যাঙ্ক সমাজবাদী পার্টির করায়ত্ত হওয়াতেই এভাবে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। মনে করা হচ্ছে তেমনটাই৷ সব মিলিয়ে সামগ্রিকভাবে বিজেপির পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ার সমস্ত কারণই খুঁজে বের করার চেষ্টা হয়েছে বৈঠকে৷ নেওয়া হয়েছে আগামিদিনের পরিকল্পনাও৷

এক্সিট পোলে কোনও কোনও সংস্থা এনডিএকে (NDA) চারশোর বেশি আসন দিলেও ফলপ্রকাশের পর দেখা গিয়েছে, আসল ছবিটা অনেকটাই আলাদা৷ বরং বিরোধীরা অনেক বেশি আসন পেয়েছে গত দুবারের তুলনায়৷ এই পরিস্থিতিতে আরএসএস প্রধান মোহন ভাগবত জুনের মাঝখানে গোরক্ষপুরে গিয়ে পাঁচিদন ছিলেন৷ সেই সময়ে তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন৷ এরপরই লখনউয়ে গত ২৬ জুন থেকে চারদিনের বৈঠকে মিলিত হয়েছে আরএসএস নেতারা৷ উদ্দেশ্য, গোটা ছবিটা বুঝে নিয়ে বিজেপির হারের কাটাছেঁড়া করা৷ বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসেবল৷

সংঘের তরফে জানানো হয়েছে, ”সংঘ ও বিজেপি-র বিশ্বাস, উত্তরপ্রদেশে ভোটব্যাঙ্ক সমাজবাদী পার্টির দিকে ঝুঁকেছে৷ এই পরিস্থিতিতে আরএসএস দলিত ও অনগ্রসর শ্রেণির দিকে ফোকাস করার পরিকল্পনা নিচ্ছে৷” সেই সঙ্গেই বেকারত্ব দূর করার লক্ষ্যেও পদক্ষেপ করা হবে৷