মুখ্যসচিবের রিপোর্ট তলব হাইকোর্টের
নিজস্ব প্রতিনিধি– শুক্রবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে নোটিস ইসু্য করলো কলকাতা হাইকোর্ট৷ নিয়োগ সংক্রান্ত একটি মামলায় উত্তর চেয়ে নোটিস দেওয়া হয়েছে রাজ্যের শীর্ষ আমলাকে৷ আগামী ৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ তার মধ্যে জবাব দিতে হবে কলকাতা হাইকোর্টে৷ এদিন এই নোটিস জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী৷ নিয়োগ দুর্নীতিতে জামিন সংক্রান্ত মামলায় এই নোটিস জারি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ রাজ্য অনুমতি না দেওয়ায় অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলেই এই নোটিস দেওয়া হয়েছে৷ নিয়োগ দুর্নীতির মামলায় বেশ কয়েকজন সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল৷ তাঁদের মধ্যে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের গ্রেফতার করা হয়েছিল৷ সিবিআই আদালতে যুক্তি দিয়েছে যে সরকারি অফিসারদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন হয়৷ সেটা যেহেতু পাওয়া সম্ভব হয়নি, সেই কারণে তদন্ত এগোচ্ছে না৷ এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি বলেন, “উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে, সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে৷ ” আর্থিক দুর্নীতির গুরুত্ব শুধুমাত্র শাস্তির মেয়াদ থেকে বোঝা যায় না বলে জানিয়েছেন বিচারপতি৷ তাঁর পর্যবেক্ষণ, -‘মানুষের আস্থা এবং সমাজের ওপর প্রশাসনিক ব্যবস্থার একটা সুদূরপ্রসারী প্রভাব আছে’৷ যদিও রাজ্যের দাবি -‘ সৎ সরকারি আধিকারিকদের যাতে তদন্তের নামে হয়রানি না করা হয়, সে কারণেই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে’৷
তবে বিচারপতি জানিয়েছেন, “তদন্ত যেখানে আদালতের নির্দেশে বা নজরদারিতে হচ্ছে, সেখানে হয়রানির জন্য করা হচ্ছে, এমনটা সেটা বলা যায়না৷ ” রাজ্যের অনুমতি সম্পর্কে তিনি আরও বলেন, “এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি৷ এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়৷ ” সেই বিষয়ে জবাব চেয়েই মুখ্যসচিবকে নোটিস দেওয়া হয়েছে৷ এসএসসি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যসহ একাধিক ব্যক্তির জামিন মামলায় সিবিআইয়ের তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল৷ সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে? তা জানতে চেয়েই নির্দেশ জারি করে রিপোর্ট তলব করা হয়েছে৷
আগামী ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে৷ বিচারপতি বাগচী জানিয়েছেন,‘’উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে৷ আর্থিক দুর্নীতির গুরত্ব শুধুমাত্র সাজার মেয়াদ থেকে বোঝা যায় না৷ প্রশাসনিক ব্যবস্থা, মানুষের আস্থা এবং সমাজের ওপর এর একটা সুদূরপ্রসারী প্রভাব আছে৷’’তিনি বলেন,‘’সৎ সরকারি আধিকারিকদের তদন্তের নামে হয়রানি থেকে রক্ষা করার জন্যই অনুমতি গ্রহণের এই নিয়ম বা আইন রয়েছে৷ কিন্ত্ত যেখানে আদালতের নির্দেশে বা নজরদারিতে তদন্ত হচ্ছে, সেখানে সেই তদন্ত হয়রানির জন্য করা হচ্ছে প্রাথমিকভাবে সেটা বলা যায় না৷ অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটা স্বয়ংক্রিয় পদ্ধতি৷ এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়৷’’ আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে৷