• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কারা সরকার গড়বে? আজ বৈঠক বসছে ইন্ডিয়া, এনডিএ

জরুরী বৈঠকে গেরুয়া শিবির দিল্লি, ৪ জুন— একদিনেই দুই মহাজোটের বৈঠক৷ বুধবার বৈঠকে বসতে চলেছে এনডিএ এবং ইন্ডিয়া জোট৷ যদিও ভোটের ফল প্রকাশের পরদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে বসার কথা ছিল৷ মূলত, ভোটের ফলাফল এবং সরকার গড়ার বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক৷ এদিকে, এদিন সকাল থেকে ভোটের ফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে বিকেল ৪টে পর্যন্ত

জরুরী বৈঠকে গেরুয়া শিবির

দিল্লি, ৪ জুন— একদিনেই দুই মহাজোটের বৈঠক৷ বুধবার বৈঠকে বসতে চলেছে এনডিএ এবং ইন্ডিয়া জোট৷ যদিও ভোটের ফল প্রকাশের পরদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে বসার কথা ছিল৷ মূলত, ভোটের ফলাফল এবং সরকার গড়ার বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক৷

এদিকে, এদিন সকাল থেকে ভোটের ফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে বিকেল ৪টে পর্যন্ত এনডিএ জোট ৩০০-র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে৷ জোট অটুট থাকলে সরকার গড়ার ম্যাজিক ফিগার পেয়ে গিয়েছে৷ বিজেপি এককভাবে ২৪১টি আসনে এগিয়ে৷ কিন্ত্ত, ঘাডে়র কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ ২৯২ ও ইন্ডিয়া জোট ২৩২টি আসনে এগিয়ে৷ এনডিএ এগিয়ে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই তা বলার অপেক্ষা রাখে না৷ এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোট যেমন শরিক বাড়ানোর চেষ্টা করবে, তেমনই জোট ধরে রেখে সরকার গড়তে মরিয়া গেরুয়া শিবির৷ অন্যদিকে এদিন শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে এনডিএ জোট৷ ইতিমধ্যে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতিশ কুমারের সঙ্গে খোদ অমিত শাহের কথা হয়েছে বলে জানা গিয়েছে৷ এমনকি আওয়ামি মোর্চা জিতন রাম মাঝির সঙ্গেও শাহের আলোচনা শুরু হয়েছে৷

ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিজের বাসভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসেছেন৷ অমিত শাহ, রাজনাথ সিংও সেই বৈঠকে যোগ দিয়েছেন৷ সবমিলিয়ে, এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি৷ অন্যদিকে, বসে নেই ইন্ডিয়া জোটও৷ দলবদলু হয়ে বিজেপির সঙ্গে হাত মেলানো নীতীশ কুমারের সঙ্গেও আলোচনা শুরু হয়৷ এমনকি ইন্ডিয়া জোট সরকার গড়লে নীতীশ কুমারকে উপ-প্রধানমন্ত্রীর পদ দেওয়া হবে বলেও সূত্রের খবর৷ এছাড়া জোট শরিক না হলেও সরকার গঠনে বড় ফ্যাক্টর হতে চলা চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কথা বলেছে কংগ্রেস নেতৃত্ব৷ আবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়্গে এবং বামেদের সীতারাম ইয়েচুরির সঙ্গে ইতিমধ্যে ফোনে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷