• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মেট্রো লাইনে জল জমার দায় কার!

নিজস্ব প্রতিনিধি- দুর্যোগের রাত কেটে গিয়ে সোমবারের সকাল৷ বৃষ্টি মাথায় নিয়েই অফিসের উদ্দেশ্যে মেট্রো ধরে রওনা দিয়েছিলেন অনেকে৷ সাত সকালে মেট্রো স্বাভাবিক ভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই বিপত্তি৷ মেট্রো স্টেশন ছডি়য়ে জল ঢুকে পড়ছে পার্কস্ট্রিট স্টেশনের লাইনে৷ প্রায় এক হাটু জল৷ কলকাতার রাস্তায় জল যন্ত্রণা কিংবা মেট্রো স্টেশনে জল, এটা নতুন কোন বিষয় নয়৷ তবে বানভাসি

নিজস্ব প্রতিনিধি- দুর্যোগের রাত কেটে গিয়ে সোমবারের সকাল৷ বৃষ্টি মাথায় নিয়েই অফিসের উদ্দেশ্যে মেট্রো ধরে রওনা দিয়েছিলেন অনেকে৷ সাত সকালে মেট্রো স্বাভাবিক ভাবে চললেও কিছুক্ষণের মধ্যেই বিপত্তি৷ মেট্রো স্টেশন ছডি়য়ে জল ঢুকে পড়ছে পার্কস্ট্রিট স্টেশনের লাইনে৷ প্রায় এক হাটু জল৷ কলকাতার রাস্তায় জল যন্ত্রণা কিংবা মেট্রো স্টেশনে জল, এটা নতুন কোন বিষয় নয়৷ তবে বানভাসি মেট্রো লাইন!
মেট্রোর নিত্যযাত্রীদের মতে, এইরকম অবস্থা কোনকালেই দেখিনি৷ মেট্রোর লাইনে জল জমার ঘটনায় খানিকটা হতবাক খোদ মেট্রো কর্মীরাও৷ প্রসঙ্গত, গত বুধবারের বৃষ্টিতে জল ঢুকতে শুরু করেছিল পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে৷ যদিও পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি৷ কিন্ত্ত সারারাতের বৃষ্টিতেই এই হাল! মেট্রোর এক কর্মী জানাচ্ছেন, “দীর্ঘদিন ধরে মেট্রোতে চাকরি করছি৷ এই রকম অবস্থা কোনদিন হয়নি৷ সমস্যা কোথা থেকে হল জানি না৷” মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য জানাচ্ছেন, “মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা হয়নি৷ আংশিক পরিষেবা চালু রাখা হয়েছিল৷ হতে পারে পাম্পে কিছু সমস্যা হয়েছে৷”

সাধারণত, মেট্রো স্টেশন এবং ভেতরের অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে মেট্রো কর্তৃপক্ষ৷ তাই কাজের সকালে সাধারণ মানুষের এই ভাবে সমস্যায় পড়ার জন্য অনেকেই দায়ী করছেন মেট্রো কর্তৃপক্ষকে৷ পাশাপাশি, ময়দান এলাকাও এদিনের দুর্যোগে কার্যত জলাভূমিতে পরিণত হয়েছিল৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মেট্রো কর্মী নাম না করে কার্যত দায় ঠেললেন পুরসভার উপরেই৷ তাঁর কথায়, “রাস্তায় জমা জল পথ না পেয়ে মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করছে৷” যদিও রাস্তার জমা জলের সঙ্গে মেট্রো লাইনে জল ঢোকার কোনও সম্পর্ক নেই বলেই জানাচ্ছেন পুরসভার অধিকারিকরা৷