• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ডায়মন্ড হারবার থেকে দলীয় নেতাদের সতর্কবার্তা, ফল ভাল না হলে সরতে হবে : অভিষেক

নিজস্ব প্রতিনিধি— ভোটযুদ্ধের প্রস্তুতি তুঙ্গে৷ ‘অভিষেক স্ট্র্যাটেজি’ অনুযায়ী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজ কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু করেছেন তিনদিনের ম্যারাথন বৈঠক৷ বুধবারের এই বৈঠক থেকেই অভিষেক বলেন, ‘এত পরিষেবার পরও যদি ফল খারাপ হয়৷ বুঝতে হবে, মানুষ চাইছেন না৷ তাহলে সরে যাওয়া উচিত৷’ নির্বাচনের প্রাক্কালে অভিষেক সতর্কবার্তা দিলেন নিজের দলীয় নেতাদের৷ ডায়মন্ড হারবার

নিজস্ব প্রতিনিধি— ভোটযুদ্ধের প্রস্তুতি তুঙ্গে৷ ‘অভিষেক স্ট্র্যাটেজি’ অনুযায়ী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজ কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু করেছেন তিনদিনের ম্যারাথন বৈঠক৷ বুধবারের এই বৈঠক থেকেই অভিষেক বলেন, ‘এত পরিষেবার পরও যদি ফল খারাপ হয়৷ বুঝতে হবে, মানুষ চাইছেন না৷ তাহলে সরে যাওয়া উচিত৷’ নির্বাচনের প্রাক্কালে অভিষেক সতর্কবার্তা দিলেন নিজের দলীয় নেতাদের৷

ডায়মন্ড হারবার লোকসভায় চার লক্ষ ভোটের মার্জিনে জেতার টার্গেট আগেই বেঁধে দিয়েছিলেন অভিষেক নিজে৷ যদিও নিজ ‘টার্গেট’ পূরণ না হলে কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারেন যুবরাজ৷ পদ থেকে তাঁদের সরিয়েও দেওয়া হতে পারে৷ এমনই কড়া সতর্কবার্তা দিয়েছেন বুধবারের বৈঠক থেকে৷ এক্ষেত্রে উল্লেখ্য, ২৭, ২৮, ২৯ মার্চ অভিষেক বৈঠক করবেন ডায়মন্ড হারবারে, এমনটাই নির্ধারিত ছিল৷ সেই মতো ২৭ মার্চ বুধবার প্রথম দফার বৈঠক করেন দক্ষিণ ২৪ পরগনার আমতলায় সাংসদের অফিসে দলীয় নেতৃত্বদের নিয়ে৷ তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতটি বিধানসভা৷ বৈঠক থেকে দলীয় কর্মীদের ভোটের আগে পরামর্শ ও উপদেশ দেবেন অভিষেক পাশাপাশি এখান থেকেই নেওয়া হবে ভোটে জয়লাভের ব্লুপ্রিন্ট৷ এরই মধ্যে দলের নেতাদের উদ্দেশে কিছু নির্দেশ দিয়েছেন তিনি৷ সেগুলি কী কী?

প্রথমত, বিজেপি বা অন্য দল থেকে ছেড়ে যারা এসেছেন, তাঁদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান৷ বোঝান, আপনারা দেখেছেন তো কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে!

দ্বিতীয়ত, ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা বা স্পেশাল যে সব কাজ করা হয়েছে সেগুলো প্রচারের সময় তুলে ধরুন৷

তৃতীয়ত, যে সব বুথে ভোট কম পড়েছে সেই বুথে বেশি সময় থাকতে হবে৷ অভিষেক মনে করিয়ে দেন, জনগণই তৃণমূলের শক্তি৷ তাই বার বার মানুষের কাছে যেতে হবে৷ মানুষের চাহিদা কী, তা তৃণমূলের নেতাকর্মীদের পরিষ্কারভাবে জানতে হবে৷ আগামী দুমাস রাস্তায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে৷

বৈঠক থেকে কড়া ভাষায় কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশে৷ এতো উন্নয়নমূলক কাজ করার পরেও গত লোকসভা ও বিধানসভায় বেশ কিছু বুথে বা ওয়ার্ডে আইএসএফ বা বিজেপি কেন লিড পেল? বৈঠকে সেই প্রশ্নই জানতে চেয়েছেন তৃণমূল সেনাপতি৷ কারণ চিহ্নিত করে বোঝাতে হবে বলে নির্দেশ দিলেন ডায়মন্ড হারবারের চার ওয়ার্ডের কাউন্সিলর (৪, ৬, ৯, ১৬) এবং উপপুরপ্রধানকে৷ ঠিক কোন কারণে বিরোধীরা ভোট পাচ্ছে, সেই কারণ অনুসন্ধানের নির্দেশ দেন অভিষেক৷ রীতিমতো আগের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে জবাব চান তিনি৷ তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’-কে সামনে এনে উন্নয়নমূলক কাজগুলির খতিয়ান তুলে ধরেন বৈঠকে৷ এত কিছুর পরও যদি মানুষ তৃণমূল বিমুখ হয়ে থাকেন, সেক্ষেত্রে সরে যেতে হবে— বৈঠক থেকে এমনই সতর্কবার্তা দিলেন যুবরাজ তাঁর দলীয় কর্মীদেরই৷ গতকালের পর আজ এবং পরশু রয়েছে অভিষেকের বৈঠক৷ সেখানে অভিষেক আরও কী বলেন, সেদিকে নজর দলের৷ যদিও এখনও বিরোধী শূন্য অভিষেকের ঘর ডায়মন্ড হারবার৷ কোনো বিরোধী দলই এখনও পর্যন্ত ওই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করতে পারেনি৷ বুধবার প্রথম বৈঠকের মাধ্যমে ‘ফাঁকা মাঠ’-এ খেলার সূচনা করলেন অভিষেক৷