নিজস্ব প্রতিনিধি— ‘লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যাঁদের গ্রেফতার করা হচ্ছে, তাঁদের পরিবার থেকেই ভোটের এজেন্ট করা হবে’৷ উত্তর দিনাজপুরের হেমতাবাদ কেন্দ্রে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা থেকে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করাচ্ছে বিজেপি৷ ভাবছে এভাবে গায়ের জোরে সবাইকে জেলে ভরে ভোটের বাক্স ভোকাট্টা করে দেবে৷ সেটা আমি হতে দেব না৷’
মমতা আরও বলেন, ‘সারা বিশ্বের কাছে তোমাদের আসল ইমেজ তুলে ধরব৷ এজেন্সি দিয়ে যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের পরিবারের সদস্যরাই এবারের ভোটে তৃণমূলের এজেন্ট হবেন৷’ গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বোমা বিস্ফোরণের তদন্তে গিয়ে গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পডে়ন এনআইএ আধিকারিকরা৷ অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামের দু’জনকে আটক করে গাডি়তে তোলেন তদন্তকারীরা৷ এরই প্রতিবাদে গ্রামের মহিলারা তদন্তকারীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান৷ অভিযোগ, গ্রামবাসীদের হামলায় গাডি়র কাচ ভেঙে যায়৷ দু’জন আধিকারিক জখমও হন৷ পরে আটক দু’জনকে গ্রেফতার করে এনআইএ৷ পুলিশকে না জানিয়ে মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ, বালুরঘাটে জনসভায় যাওয়ার আগে কর্ণজোড়া হেলিপ্যাডে দাঁডি়য়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে জনসভায় পৌঁছে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী৷
মমতা বলেন, “কোথায় একটা চকলেট বোমা ফেটেছিল ২০০২ সালে৷ গদ্দারেরা জানে হারবে, তাই তাই বাডি় বাডি় এনআইএ ঢুকিয়ে দিয়েছে৷” রায়গঞ্জের সভা থেকেও এব্যাপারে সরব হন মমতা৷ ইডি, আয়করকে ‘বিজেপির ফান্ডিং বক্স’ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”ওঁরা তল্লাশি অভিযান চালিয়ে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে৷ ”একই সঙ্গে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়৷ কিন্ত্ত বিজেপি যা বলছে, তাই হচ্ছে৷”