নিজস্ব প্রতিনিধি— নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের অন্তর্গত নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথের বেশির ভাগ অংশের কাজ সম্পূর্ণ হলেও ক্যান্টনমেন্ট স্টেশন পেরিয়ে যশোর রোডের উপরে বেশ কিছু অংশের কাজ জমি সমস্যায় এখনও সম্পূর্ণ করা যায়নি৷ ফলে, ওই সাত কিলোমিটার মেট্রোপথে পরিষেবা শুরু করা যাচ্ছে না৷ তাই বাধ্য হয়েই নোয়াপাড়া থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত তিন কিলোমিটার মেট্রোপথে পরিষেবা শুরু করার উপরে জোর দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ওই তিন কিলোমিটার মেট্রোপথ পরিদর্শন করেন মেট্রো রেলের দিায়ত্বপ্রাপ্ত চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গ৷ নোয়াপাড়া ছাড়াও ক্যান্টনমেন্ট স্টেশন খুঁটিয়ে পরিদর্শন করেন৷ ওই পথে মেট্রো পরিষেবা শুরু হলে ক্যান্টনমেন্ট স্টেশনের মাধ্যমে যাত্রীরা নোয়াপাড়া হয়ে সরাসরি উত্তর-দক্ষিণ মেট্রো ধরে শহরে চলে আসতে পারবেন৷
চিফ সেফটি কমিশনার দুই স্টেশনের প্রবেশপথ, বুকিং কাউন্টার, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, এসক্যালেটর ছাড়াও ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নেমে পূর্ব রেলের শিয়ালদহ উত্তর শাখার যাত্রীরা কী ভাবে মেট্রো স্টেশনে পৌঁছবেন, তা-ও খতিয়ে দেখেন৷ পরে ওই পথে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে ট্রেন ছুটিয়ে পরীক্ষা করা হয়৷ পরিদর্শনের সময়ে মেট্রোর প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার ভি কে শ্রীবাস্তব ছাড়াও অন্য শীর্ষ আধিকারিকেরা ছিলেন৷