• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কোচবিহারে সহিংস ভোট

রাজ্যে প্রথম দফায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ সুভাষ মন্ডল, কোচবিহার: দিল্লি দখলের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটাসহ গোটা কোচবিহার জেলা৷ লোকসভা ভোটের প্রথম পর্যায়ে নির্বাচনের দিন কোচবিহার কেন্দ্রের বিভিন্ন স্থানে সকাল থেকেই রাজনৈতিক হিংসা ছডি়য়ে পডে়৷ শুক্রবার সকালেই ভোট চলাকালীন দিনহাটার ভেটাগুডি়তে তৃণমূল কংগ্রেস দলের দিনহাটা ১(এ) ব্লক সভাপতি অনন্ত বর্মন আহত হন৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল

রাজ্যে প্রথম দফায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ

সুভাষ মন্ডল, কোচবিহার: দিল্লি দখলের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটাসহ গোটা কোচবিহার জেলা৷ লোকসভা ভোটের প্রথম পর্যায়ে নির্বাচনের দিন কোচবিহার কেন্দ্রের বিভিন্ন স্থানে সকাল থেকেই রাজনৈতিক হিংসা ছডি়য়ে পডে়৷ শুক্রবার সকালেই ভোট চলাকালীন দিনহাটার ভেটাগুডি়তে তৃণমূল কংগ্রেস দলের দিনহাটা ১(এ) ব্লক সভাপতি অনন্ত বর্মন আহত হন৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ ওঠে৷ তাঁকে তৎক্ষণাৎ দিনহাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান৷ এই ঘটনার পর ফের অশান্ত হয়ে ওঠে ভেটাগুডি়৷ দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন ভেটাগুডি়তে গিয়ে যখন দলের কর্মীদের কাজকর্মের খোঁজ নিচ্ছিলেন এবং ভোট পর্যবেক্ষণ করছিলেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান ভেটাগুডি়র একদল মহিলা৷ সেখানকার মহিলাদের অভিযোগ, উদয়ন গুহর লোকজন রাতবিরেতে তাদের উপর অত্যাচার করে৷ পুলিশের সামনেই মহিলারা অভিযোগ করেন, উদয়ন গুহ ভেটাগুডি়তে এলেই অশান্ত হয়ে ওঠে এলাকা৷ এছাড়া, এদিন তৃণমূল নেতা অনন্ত বর্মনের আহত হওয়ার ঘটনায় এক বিজেপি পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ৷ এর প্রতিবাদে উদয়ন গুহকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখায় ওই মহিলারা৷ পরে অবশ্য পুলিশে হস্তক্ষেপে উদয়ন গুহ এলাকা ছাডে়ন৷ দিনহাটা ছাড়াও কোচবিহার লোকসভা কেন্দ্রের চান্দামারী, শীতলখুঁচি, গোসানিমারির রাজাখোঁড়া, তুফানগঞ্জের বারকোদালি প্রভৃতি এলাকাও একের পর এক রাজনৈতিক হিংসায় উত্তাপ ছডি়য়ে পডে়৷ শীতলখুচিতে এক ভোটার তার চোখে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন৷ চান্দামারিতে বিজেপির কর্মীর হাতে ধারালো অস্ত্রের কোপে রক্ত ঝরে৷ গোসানিমারীর রাজাখোরায় তৃণমূল কংগ্রেস দলের ভোটের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ৷

এই সময় তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পডে়ন৷ তারা অভিযোগ করেন বিজেপি যেভাবে তাদের ক্যাম্প অফিস ভেঙ্গে দিয়েছে ইচ্ছে করলে তৃণমূলের কর্মীরাও বিজেপির সব ক্যাম্প অফিস ভেঙে দিতে পারে৷ তুফানগঞ্জের বারোকোদালি গ্রামেও তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে৷ ভোটের দিন সাত সকালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তার নিজের বাডি়র এলাকায় একটি স্কুলে ভোট দিয়ে বেরিয়ে পডে়ন দিনহাটার বিভিন্ন এলাকায়৷ তার পাখির চোখ ভেটাগুডি়তে এদিন তিনি পরপর দুবার যান৷ প্রথমবার ঘুরে আসার পর দ্বিতীয়বার ভেটাগুডি় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় মহিলারা৷ বেশ কিছুক্ষণ আটকে থাকার পর পুলিশ মহিলাদের কাছ থেকে ঘেরাও মুক্ত করে৷ নিশীথ প্রামানিকের গড় বলে পরিচিত ভেটাগুডি়র দিকে চোখ ছিল সকলেরই৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এদিন বেলা বারোটায় তার বাডি়র নিকটবর্তী লাল বাহাদুর শাস্ত্রী হাইস্কুলে ভোট দিতে আসেন৷ ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, গতবারের তুলনায় কোচবিহারে অনেক শান্তিপূর্ণ হয়েছে৷ যা কিছু অশান্তি হয়েছে তাও কাম্য ছিল না৷ উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, উদয়ন গুহ যেখানে যেখানে গিয়েছেন সেখানেই অশান্তি ছডি়য়েছেন৷ আসলে তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক মৃতু্য হয়েছে৷ তাই অশান্তি ছড়াচ্ছে বিভিন্ন স্থানে৷ অপরদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সিতাইয়ের গারানাটা এলাকায় তার নিজ কেন্দ্রে ভোট দেন সকাল আটটায়৷ কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী ভোট দেন কোচবিহারের টাউন হাই স্কুল বুথে৷ মাথাভাঙ্গার একটি বুথে ভোট দেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়৷ এখানে লক্ষণীয় লোকসভার ভোটে উদয়ন গুহ ভোটে প্রার্থী না হলেও ভোটের আগে থেকেই রাজনৈতিক মহলে চর্চা ছিল তাকে নিয়েই৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে নিয়ে যতটা না চর্চা হয়েছে তার চেয়ে অনেক বেশি চর্চা হয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে নিয়ে৷ রাজনৈতিক মহলেও চর্চা ছিল এই উদয়ন গুহকে নিয়েই৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, শুধু ভোট এলেই নয়, বছরের অন্যান্য সময়েও উদয়ন গুহ আলোচনার কেন্দ্র হয়ে থাকেন মানুষের মাঝে৷