• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

মারাঠা সাম্রাজ্যে ফের উদ্ধব-সেনার জয়

লোকসভার কালি মোছার আগেই মুখ পুড়ল বিজেপির মুম্বই, ২ জুলাই: মহারাষ্ট্র সরকারে মুখ পুড়তে চলেছে বিজেপি-র৷ তার সঙ্গেই ভাইপো অজিত পাওয়ার গোষ্ঠীরও৷ মাস কয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে৷ তার আগেই মহারাষ্ট্র লোকসভায় বিজেপিকে জোর ধাক্কা উদ্ধব সেনার৷ লোকসভা ভোটে বিজেপি জোটের দুর্গে ফাটল ধরানো মহাবিকাশ আঘাডি় তাক লাগাল মহারাষ্ট্র বিধান পরিষদে৷ বিধান পরিষদের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (File Photo: Twitter/@ShivSena)

লোকসভার কালি মোছার আগেই মুখ পুড়ল বিজেপির

মুম্বই, ২ জুলাই: মহারাষ্ট্র সরকারে মুখ পুড়তে চলেছে বিজেপি-র৷ তার সঙ্গেই ভাইপো অজিত পাওয়ার গোষ্ঠীরও৷ মাস কয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে৷ তার আগেই মহারাষ্ট্র লোকসভায় বিজেপিকে জোর ধাক্কা উদ্ধব সেনার৷ লোকসভা ভোটে বিজেপি জোটের দুর্গে ফাটল ধরানো মহাবিকাশ আঘাডি় তাক লাগাল মহারাষ্ট্র বিধান পরিষদে৷ বিধান পরিষদের চারটি আসনের মধ্যে ২টিতে জয় হাসিল করল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা৷

মহারাষ্ট্র বিধান পরিষদে অবিভক্ত শিবসেনার ১১ জন সদস্য, অবিভক্ত এনসিপি-র ৯, কংগ্রেসের ৮ এবং বিজেপির ২২ জন ছিলেন৷ জেডিইউ, শ্রমিক-কৃষক পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষর একজন করে সদস্য ছিলেন৷ চারজন নির্দল সদস্য ছিলেন৷ প্রায় ২১টি আসন শূন্য ছিল৷ এই নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ায় আসন্ন বিধানসভা ভোটের আগে মহাবিকাশ আঘাডি় আরও মানসিক শক্তি অর্জন করল৷ সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বিজেপির আগ্রাসী প্রচার সত্ত্বেও এমভিএ রাজ্যে ৪৮টি কেন্দ্রের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে৷ মহায়ুতির পকেটে গিয়েছে মাত্র ১৭টি আসন৷

মহাবিকাশ আঘাডি়তে উদ্ধব সেনা ছাড়াও রয়েছে প্রবল বিজেপি বিরোধী কংগ্রেস ও শারদ পাওয়ারের এনসিপি৷ এমভিএ জোট মুম্বই গ্র্যাজুয়েটস এবং মুম্বই টিচার্স কেন্দ্রে জিতেছে৷ নাসিক ডিভিশন টিচার্সে উল্লেখযোগ্য ফল পেয়েছে৷ শুধুমাত্র কোঙ্কন ডিভিশন গ্র্যাজুয়েটস রাজ্যের শাসকজোট মহায়ুতি অর্থাৎ শিন্ডে সেনা, অজিত পাওয়ার এনসিপি এবং বিজেপি জোটের ঘরে গিয়েছে৷

৭৮ সদস্যবিশিষ্ট মহারাষ্ট্র বিধান পরিষদে চার সদস্যের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় নির্বাচন হয়েছিল৷ উদ্ধব ঠাকরের বিশ্বস্ত নেতা অনিল পরব মুম্বই গ্র্যাজুয়েটস কেন্দ্রে ২৬ হাজার ভোটে জয়লাভ করেন৷ তিনি বিজেপির প্রার্থী কিরণ শেলারকে হারিয়ে দিয়েছেন৷ মুম্বই টিচার্স আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উদ্ধব সেনার প্রার্থী জে এম অভয়ঙ্কর শিক্ষক পার্টির সুভাষ মোরেকে হারিয়ে দিয়েছেন৷

এখানে শিন্ডে গোষ্ঠী, অজিত পাওয়ার গোষ্ঠী ও বিজেপি পিছন থেকে সুভাষ মোরেকে সমর্থন দিয়েছিল৷ নাসিক টিচার্স আসনেও উদ্ধব সেনার সন্দীপ গুলবে শিন্ডে সেনার কিশোর দারাদেকে পিছনে ফেলে দেন৷ জেতার পর অনিল পরব বলেন, এই জয়ের অর্থ মুম্বই শিবসেনারই আছে৷

উল্লেখ্য, আগামী ১২ জুলাই আরও ১১টি বিধান পরিষদীয় আসনে ভোটাভুটি হবে৷ এই অবস্থায় আসন্ন নির্বাচনে আঘাডি়র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়েও রাজ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ উদ্ধব ঠাকরের অত্যন্ত অনুগত সৈনিক সঞ্জয় রাউত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বালাসাহেব-পুত্রকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর দাবি তুলেছেন৷ কিন্ত্ত, বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার কাউকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন৷