সিবিআই-এর তলবে সাড়া দিলেন না দুই তৃণমূল নেতা

cbi

নিজস্ব প্রতিনিধি– তৃতীয় বার সিবিআই তলবে সাড়া দিলেন না বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী৷ প্রাথমিক নিয়োগ মামলায় বুধবার তাঁকে নিজ়াম প্যালেসে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই৷ কিন্ত্ত দেবরাজ জানান, ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না৷

এদিকে, ভোটের মুখে শওকত মোল্লাকে তলব করল সিবিআই৷ কয়লা পাচার মামলার তদন্তে তলব করা হয় তাঁকে৷ মঙ্গলবার রাতেই নোটিস যায় তাঁর কাছে৷ কিন্ত্ত সেই নোটিসে সাড়া দিলেন না তিনি৷ রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে হাজিরা এডি়য়ে গিয়েছেন তিনি৷ ভোটে ক্যানিং পূর্বের বিধায়কের ঘাডে় গুরুদায়িত্ব৷ দক্ষিণ ২৪ পরগনার অধীন ও লাগোয়া লোকসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের ভরসা এখন শওকতই৷ সব কেন্দ্রে প্রার্থীদের নিয়ে প্রচার করছেন শওকতই৷ তাই নির্বাচনের কাজে ব্যস্ত বলে উল্লেখ করেছেন তিনি৷ তাই এদিন হাজিরা এডি়য়ে গেলেন৷ বুধবারই বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা আছে৷ সেই মঞ্চেই এদিন উপস্থিত হন শওকত৷

অন্যদিকে, পার্থ ‘ঘনিষ্ঠ’ সন্ত্তকে তলব করল সিবিআই৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ সন্ত্ত গঙ্গোপাধ্যায়কে ফের তলব করা হল৷ তবে এই প্রথম নয়, এর আগেও গত এপ্রিল মাসে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা৷ প্রায় আট ঘন্টা ধরে জেরাও করা হয় তাঁকে৷ পাশাপাশি, পার্থ ঘনিষ্ঠের বাড়িও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা৷ তবে দ্বিতীয়বার তাঁকে ঠিক কী কারণে তলব করা হল, তা এখনও পর্যন্ত অস্পষ্ট৷ যদিও সিবিআইয়ের একটি সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের কারণেই তাঁকে সমন পাঠানো হয়েছে৷