• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই: মমতা

ক্ষমতায় এলে বাতিল সিএএ-এনআরসি দিসপুর, ১৭ এপ্রিল– এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রচারে প্রথম অসমেই গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসমের চার আসনে লড়ছেন তৃণমূল প্রার্থীরা৷ শিলচর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে৷ বুধবার তাঁর সমর্থনেই সভা করেছেন মমতা৷ মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধু্যষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল৷ বুধবার অসমের শিলচরে প্রথম সভা করতে গিয়ে

ক্ষমতায় এলে বাতিল সিএএ-এনআরসি

দিসপুর, ১৭ এপ্রিল– এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রচারে প্রথম অসমেই গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসমের চার আসনে লড়ছেন তৃণমূল প্রার্থীরা৷ শিলচর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে৷ বুধবার তাঁর সমর্থনেই সভা করেছেন মমতা৷ মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধু্যষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল৷ বুধবার অসমের শিলচরে প্রথম সভা করতে গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে বিঁধলেন তিনি৷

উত্তরবঙ্গের পর অসমে ভোটপ্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই বুধবার সিএএ, এনআরসি সহ একাধিক ইসু্যতে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ অবশ্যম্ভাবী ভাবে উঠে এসেছে এনআরসি, সিএএ প্রসঙ্গ৷ সঙ্গে ইন্ডিয়া প্রসঙ্গও৷ জনসভায় মমতার দাবি, সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই৷ তবে ইন্ডিয়া জোটকে অগ্রণী স্থানে রাখলেও তাঁর দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই৷ এদিন শিলচরে মমতার ঘোষণা, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএএ – এনআরসি৷ কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও৷

আগামী ২৬ এপ্রিল নির্বাচন রয়েছে অসমের শিলচরে৷ সেখানেই বুধবার তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘এই প্রচার আসলে ট্রায়াল৷ ফাইনাল খেলা এখনও বাকি আছে৷’ এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমেই প্রচারে গেলেন মমতা৷

শিলচরের জনসভা থেকে মমতা বলেন, ‘তৃণমূল এবার অসমে চারটি আসনে লড়ছে৷ এটা তো সবে ট্রায়াল দেখছেন৷ ফাইনাল খেলা এখনও বাকি৷ আমি আবার আসব৷’ একইসঙ্গে এদিন হিন্দু-মুসলিমকে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা৷ তাঁর মতে, ‘বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন- শুধু এই দুই গোষ্ঠী এক হলেই ৭০ শতাংশ হয়ে যায়৷’

অন্যান্য প্রচার সভার মতো এদিনও প্রচারে মমতার বক্তব্যের নিশানা ছিল বিজেপিই৷ মোদি সরকারকে বিঁধে মমতা বলেন, ‘গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছে৷ জেলখানা বানিয়ে দিয়েছে৷ দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, লুটেরা এই সরকার৷’ অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের৷ তৃণমূলও যে পিছিয়ে নেই সেটাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা৷ সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসনরফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়, ‘আপনারা এক হোন৷ জোট বাঁধুন৷ জোট মানে তৃণমূল কংগ্রেস৷ আমরাই ইন্ডিয়াকে পথ দেখাব৷ আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে৷ কংগ্রেসও নেই, সিপিএমও নেই৷ ওরা বিজেপিকে সাহায্য করবে৷ অসমে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের৷ তৃণমূলও যে পিছিয়ে নেই তা সে রাজ্যের বাসিন্দাদের জোরালোভাবে বোঝাতে চেয়েছেন মমতা৷ তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসনরফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই৷