• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কেন্দ্রে মমতা সরকার চেয়ে টুইটারে যুদ্ধ শুরু তৃণমূলের

দিল্লি পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দিল্লিতে পৌঁছানাের কয়েক ঘন্টায় তৃণমূল নেতৃত্ব সােশাল মিডিয়ায় ভাইরাল করলাে নুতন দুই হ্যাশট্যাগ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Photo: IANS)

সােমবার দুপুরে দিল্লি পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছানাের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল নেতৃত্ব সােশাল মিডিয়ায় ভাইরাল করলাে নুতন দুই হ্যাশট্যাগ। কেন্দ্রে মমতার সরকার চেয়ে টুইটারে ট্রেন্ডিং নুতন হ্যাশট্যাগ।

মমতার সফরের প্রথম দিনেই তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর বুকে। চলতি দিল্লি সফরে দেশের বিজেপি বিরােধী রাজনৈতিক দলগুলির নেতাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এর বৈঠক রয়েছে ২৮ জুলাই।

২০১৪ সালে বিজেপির তরফে স্লোগান তােলা হয়েছিল – ‘বহত হুই জনতা পর, পেট্রোল ডিজেল মার, আব কি বার মােদি সরকার’। এবার সেই পুরাতন বিজেপির স্লোগান কে কটাক্ষ করে তৃণমূল টুইটারে পােস্ট করেছে- আব কি বার দিদি সরকার, নেহি চাহিয়ে ফেকু সরকার।

টুইটারে নুতন দুই হ্যাশট্যাগ হলাে AbkiBaarDidiSarkar, BengalModel ওয়াকিবহাল মহল মনে করছে, একুশে বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে বিজেপি বাংলা দখলের প্রয়াস নিয়েছিল। তাতে তৃণমূল রুখে দেওয়ার পাশাপাশি জাতীয় স্তরে বিজেপির বিরােধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহনযােগ্যতা ক্রমশ বাড়ছে।

তাই অ-বিজেপি দলগুলিকে একছাতায় আনার লক্ষে দিল্লি সফরে গেছেন মমতা। আগামী ২০২৪ সালে লােকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চান তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়।