সমাজের সব শ্রেণিকে গুরুত্ব দেবে তৃণমূলের ইস্তাহার

নিজস্ব প্রতিনিধি – বৃহস্পতিবার তৃণমূল ভবনে ইস্তাহার প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্পেশাল উপদেষ্টা অমিত মিত্র৷ যেসকল বিষয়ের প্রতিফলন ম্যানিফেস্টোতে পাওয়া যাবে তারই উল্লেখ করেন অমিত মিত্র৷ এ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক কাঠামোকে তছনছ করে দেওয়া হচ্ছে এবং সাংবিধানিক সংস্থা গুলিকে কুক্ষিগত করা হচ্ছে৷ সেই নিয়ে বহু প্রতিবাদ হয়েছে৷ এই ম্যানিফেস্টোতে তার ঝলক পাওয়া যাবে৷ পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কণ্ঠরোধ করা হচ্ছে, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, ধর্মনিরপেক্ষতায় আঘাত হানা হচ্ছে, প্রস্তাবনা তথা সংবিধানের কিছু অংশকে অগ্রাহ্য করা হচ্ছে৷ দেশে বৃদ্ধি পেয়েছে আর্থিক বৈষম্য, বেকারত্ব৷

তিনি আরো বলেন, দেশে শ্রমিক ও কৃষক বিরোধী আইন আনার প্রচেষ্টা চলছে৷ দলিতরা দেশে উপেক্ষিত৷ রাজ্যে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে অমিত মিত্র বলেন, ‘বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে যা আজ করে, ভারত তা করে কাল৷’ লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রী প্রায় এক ডজনের কাছাকাছি নারী উন্নয়নমূলক প্রকল্প এনে নজির গড়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যা কেবল দেশে নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত৷ অমিতের মিত্রের ভাষায়, এই ইস্তাহারে নারী – যুব – কৃষক – দলিত – শ্রমিক সকলের কথাই উল্লেখিত হবে, সমাজের সকল স্তরের মানুষ গুরুত্ব পাবেন৷ সবুজসাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিংবা লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি যুগান্তকারী প্রকল্প গুলো রাষ্ট্রীয় স্তরে পৌঁছানোর লড়াইয়ে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস৷ সাধারণ মানুষের সমস্যা এবং তার সমাধান এই ইস্তেহারের মধ্য দিয়ে ফুটে উঠবে৷

এক্ষেত্রে উল্লেখ্য, ইস্তেহার প্রসঙ্গে বৃহস্পতিবারের বৈঠক ছিল চতুর্থ, এর আগেও তিনটি বৈঠক হয়েছে দলের৷ ইস্তেহারের কাজ এখনও অসম্পূর্ণ৷ দলের বিভিন্ন স্তর থেকে প্রতিবার্তা আসছে, আলাপচারিতা চলছে দলীয় নেতৃত্বদের মধ্যে তাই ইস্তেহার প্রকাশে আর কালবিলম্ব হবে না৷ তবে আগামী কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই কাজ সম্পূর্ণ করে তা প্রকাশ করবেন, এমনটাই বলেন অমিত মিত্র৷ ইস্তেহার কমিটিতে কারা রয়েছেন সেই তালিকাও দেন অমিত মিত্র৷ কমিটির সদস্যবৃন্দ হলেন অমিত মিত্র, ডেরেক ও ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, জগৎ সরকার ও নাদিমুল হক৷