ফের সমাজমাধ্যমে অভিনেতা দেবকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। গত মার্চ মাসে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ সেপ্টেম্বর আবার সেই একই ডায়ালিসিস সেন্টারের নতুন করে উদ্বোধন করা হয়। শুধু তাই নয়, উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে দিয়ে সেখানে তৃণমূলেরই সাংসদ অভিনেতা দেবের নাম বসানোয় খোদ শাসকদলের নেতা কুণাল ঘোষ এ ব্যাপারে দুটি ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন দলেরই সাংসদ দেবকে। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
পোস্টে তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষের সুরে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১২ মার্চ, ভার্চুয়ালি স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪ সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে দিলেন দেব। সুপারস্টার একেই বলে।’
যদিও এই বিষয়টিকে নিয়ে পাল্টা মন্তব্য করে দেব উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে ডায়ালিসিস মেশিনগুলো উদ্বোধন করা হয়, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। তিনি শেষে আরও লেখেন, ‘আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।’
শাসকদলের দুই নেতার এহেন পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে তো বটেই রাজনৈতিক মহলেও জোর শোরগোল তৈরি হয়েছে।