• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেন্দ্রীয় সংস্থা এলেই তৃণমূল হামলা করে, ধূপগুড়িতে মোদি

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ৭ এপ্রিল— ‘তৃণমূল চায় ওদের তোলাবাজ নেতা ও দুর্নীতিবাজ নেতারা যাতে আতঙ্কের খোলা লাইসেন্স পায়৷ আর তাই যখনই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আসে তখন টিএমসি তাদের ওপর হামলা করে৷’ রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ময়নাতলিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ করেন নরেন্দ্র মোদি৷ যদিও এদিন সমাবেশের শুরুতেই বিধ্বংসী টর্নেডোয় স্বজন

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ৭ এপ্রিল— ‘তৃণমূল চায় ওদের তোলাবাজ নেতা ও দুর্নীতিবাজ নেতারা যাতে আতঙ্কের খোলা লাইসেন্স পায়৷ আর তাই যখনই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি আসে তখন টিএমসি তাদের ওপর হামলা করে৷’ রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ময়নাতলিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ করেন নরেন্দ্র মোদি৷

যদিও এদিন সমাবেশের শুরুতেই বিধ্বংসী টর্নেডোয় স্বজন হারানো জলপাইগুড়ির মানুষদের সমবেদনা জানান মোদিজি৷ তিনি বলেন, ‘কয়েকদিন আগেই ঝড়ে জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে জীবন ও সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে৷ ঝড়ে স্বজন হারানোদের প্রতি আমি সমবেদনা জানাই৷ আহতরা যাতে দ্রুত সুস্থ হন সেই কামনা করছি৷’

ওই জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদিজি বলেন, ‘সম্পূর্ণ বাংলা বলছে আরও একবার বিজেপি সরকার৷ জলপাইগুড়িও সিদ্ধান্ত নিয়েছে ১৯ এপ্রিল জয়ন্ত রায়কে রেকর্ড ভোটে জেতাবে৷’ তিনি বলেন, ‘জি ২০- র সামিট জন্যই উত্তরবঙ্গে করার উদ্দেশ্য ছিল এই এলাকা যাতে আন্তর্জাতিক টু্যরিজম মানচিত্রে স্থান পায়৷ কেন্দ্র সরকার এখানে চওড়া রাস্তা বানাচ্ছে৷ রেলের যোগাযোগের উন্নতি করছে৷ ধূপগুড়ি- জলপাইগুড়ি রোড এবং এনজেপি স্টেশনকে আধুনিক করতে দ্রুততার সঙ্গে কাজ চলছে৷ এর ফলে নতুন করে কর্মসংস্থান হবে এবং নতুন কাজের সুযোগ বাড়বে৷ তিনি বলেন, গত দশ বছরে ক্রমাগত আদিবাসী মন্ত্রকের বাজেট বাড়ানো হয়েছে৷ আদিবাসি পরিবারদের ২৩ লক্ষের বেশি পাট্টা দেওয়া হয়েছে৷ গোটা দেশে ৪০০-র বেশি একলব্য মডেল স্কুল বানানো হয়েছে৷ তাঁর কথায়, গত ১০ বছরে ২৫ কোটি দেশবাসী দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছে৷ প্রত্যেক গরীব ঘরে বিনামূল্যে রেশন, গ্যাস, বিদু্যৎ ও জল পৌঁছে দিয়েছে কেন্দ্র সরকার৷

তিনি বলেন, এখনও দেশের গ্রামীণ এলাকার ৩ কোটি বোনকে লাখপতি দিদি বানাতে হবে৷ নমো ড্রোন দিদি পরিকল্পনার মাধ্যমে বোনেদের ড্রোন পাইলট বানাতে হবে৷ পিএম সূর্যগড় বিনামূল্যে বিদু্যৎ প্রকল্পের মাধ্যমে গরীব এবং মধ্যবিত্তদের বিদু্যতের বিল জিরো করতে হবে৷ কিন্ত্ত মোদির গরীব কল্যাণ প্রকল্পকে এই রাজ্যে তৃণমূল ব্রেক কষে থামিয়ে দেয়৷ তিনি বলেন, পাকা ঘর তৈরির জন্য কেন্দ্রীয় সরকার প্রায় ৩০ হাজার কোটি টাকা পাঠিয়েছে এ রাজ্যে৷ আমরা বলছি কেন্দ্রের টাকা সরাসরি বেনিফিশারিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো৷ কিন্ত্ত তৃণমূল সরকার চায় সেই টাকা আগে ওদের অ্যাকাউন্টে ঢুকুক৷

বাংলার চা বাগানগুলির দুরবস্থার কথা তুলে ধরে মোদি বলেন, “দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাংলার চা বাগানগুলির৷ তৃণমূলের ছোট নেতারাও বড় বড় বাংলোতে থাকে৷ কিন্ত্ত চা বাগানের পরিবারগুলো মূল সুবিধাও পাচ্ছে না৷ তিনি বলেন, এ রাজ্যে সর্বত্র তৃণমূলের সিন্ডিকেট রাজ চলে৷ এখানে রেশন দুর্নীতি ও স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা কারও অজানা নয়৷ দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের কাছ থেকে ইডি ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে৷ বাংলায় মোদি গ্যারান্টি দিচ্ছে, তৃণমূল নেতারা চাকরির প্রতিশ্রুতি দিয়ে যাদের টাকা খেয়েছে, তাদের টাকা আমরা ফেরত দেব৷ এদিন তৃণমূলের পাশাপাশি বাম ও কংগ্রেসকেও আক্রমণ করেন মোদি জি৷ তিনি বলেন, এঁরা দুর্নীতিবাজদের বাঁচাতে ইন্ডিয়া জোট করেছে৷ কথা দিচ্ছি ৪ জুনের পরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইনি ব্যবস্থা নেব৷ তিনি আরও বলেন, আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম দশ বছরে অক্ষরে অক্ষরে পালন করেছি৷ তাই ইন্ডিয়া জোট মোদির গ্যারান্টি শুনেই ভয় পায়৷ কিন্ত্ত আপনি ভয় পাবেন না৷ নির্ভয়ে পদ্মফুলে ভোট দিন৷

এদিন মোদিজির এই জনসভায় বক্তব্য রাখেন, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী জয়ন্ত কুমার রায়৷ এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ আদিবাসী নেতা জন বারলা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী সহ আরও অনেকে৷