দিল্লি, ২৫ এপ্রিল— লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুক্রবার৷ দ্বিতীয় দফায় ১২টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হবে৷ দ্বিতীয় দফায় ভোট হবে ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরে৷
দ্বিতীয় দফার নির্বাচনে লড়াইয়ে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী৷ রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ জোশীর মতো প্রবীণ প্রার্থীরা৷ উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোট গ্রহণের ঘোষণা করেছিল কমিশন৷ কিন্ত্ত মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসন থেকে বিএসপি প্রার্থী অশোক ভালভির হঠাৎ মৃতু্যর কারণে ভোট গ্রহণ স্থগিত হয়৷ তাই দ্বিতীয় দফায় ৮৮টি আসনে ভোটগ্রহণ হবে ৷
দ্বিতীয় দফায় ১২টি রাজ্যের ৮৮টি আসনে ভোট হবে৷ ভোট হবে অসমের করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদই, নগাঁও এবং কালিয়াবোরে৷ বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া এবং ভাগলপুরে শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন৷ ছত্তিশগড়ে মহাসমুন্দ, কাঙ্কের, রাজনন্দগাঁও, কর্নাটকে বেল্লারি, হাভেরি, ধারওয়াড়, উত্তর কন্নড়, দাভাঙ্গেরে, শিমোগা, চিক্কোডি, বেলগাঁও, বাগলকোট, বিজাপুর, গুলবার্গা, রাইচুর, বিদার, কোপ্পালে, কেরালার আলাপ্পুঝা, মাবেলিক্কারা, পাঠানমথিত্তা, কোল্লাম, আত্তিংগাল, তিরুবনন্তপুরম, কাসারাগোড, কান্নুর, ভাদাকারা, ওয়ানাদ, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এরনাকুলাম, ইদুক, কোত্তাকি, মধ্যপ্রদেশের দামোহ, খাজুরাহো, সাতনা, টিকমগড়, রেওয়া, হোশাঙ্গাবাদ,মহারাষ্ট্রে বুলধানা, আকোলা, ইয়াবত্মাল ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ, পারভানি, অমরাবতী, ওয়ার্ধা, মণিপুরের আউটার মণিপুর, রাজস্থানের বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়াড়া, চিতোরগড়, টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর, রাজসামন্দ, ভিলওয়ারা, কোটা এবং ঝালাওয়ার-বারানে হতে চলেছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন৷
দ্বিতীয় দফার ভোটে যে হেভিওয়েটদের দিকে নজর রয়েছে তার মধ্যে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ কেরলের ওয়ানাড় লোকসভা আসন থেকে ফের নির্বাচনে লড়ছেন৷
তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইয়ের অ্যানি রাজা এবং এনডিএ-র কে সুরেন্দ্রন৷ কংগ্রেস সাংসদ শশী থারুর আবার কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসনের প্রার্থী৷ নবনীত রানা মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে ওয়াংখেডে়কে মাঠে নামিয়েছে জোট৷ লোকসভার স্পিকার ওম বিড়লা আবারও রাজস্থানের কোটা আসন থেকে বিজেপির প্রার্থী৷ কংগ্রেসের মুকেশ ধানগার মথুরা লোকসভা আসন থেকে অভিনেত্রী-বর্তমান সাংসদ তথা বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মিরাট লোকসভা আসনে বিজেপির অরুণ গোভিল৷ কর্নাটকের ধারওয়াড় লোকসভা আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী৷
শুক্রবার যে ৮৯ আসনে ভোট হতে চলেছে তার মধ্যে ৫৫টি এখন বিজেপির দখলে৷ কংগ্রেসের হাতে রয়েছে ২০টি আসন৷ বাকিগুলি ছোট দল এবং নির্দলদের দখলে রয়েছে৷ বিজেপির দখলে থাকা ৫৫ টি আসনের মধ্যে বাংলার তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট রয়েছে৷
কেরলে লোকসভার ২০টি আসনের মধ্যে গতবার কংগ্রেস ১৯টি আসনে জয়লাভ করেছিল৷ সিপিএম পেয়েছিল মাত্র একটি৷ রাহুলের পাশাপাশি শুক্রবার কংগ্রেস এবং সিপিএমেরও ভাগ্য পরীক্ষা বলা চলে৷ বিদায়ী লোকসভায় সিপিএমের তিন আসনের একটি কেরল এবং বাকি দুটি তামিলনাড়ু থেকে পায়৷ আসন বাড়াতে হলে কেরলই তাদের প্রধান ভরসা৷ অন্যদিকে, কংগ্রেসের কাছেও শুক্রবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কেরলে দলের ফলের উপর লোকসভা নির্বাচনের ভাগ্য অনেকটাই নির্ভর করছে৷ ২০২৪-এর ভোটে কংগ্রেস আগের দুটি নির্বাচনের ফলকে ছাপিয়ে যেতে পারবে কিনা তা অনেকটাই আগামীকালের ভোটের উপর নির্ভর করছে৷ সিপিএমের জন্যও দিনটি একই কারণে গুরুত্বপূর্ণ৷
৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১০২টি আসনে শুক্রবার, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে৷