আজ আদালতে দুর্নীতির টাকার হদিশ দিয়ে বোমা ফাটাবেন কেজরিওয়াল, দাবি স্ত্রী সুনীতার

দিল্লি, ২৭ মার্চ— গ্রেফতারির পরই নাকি নানান শারীরিক সমস্যায় ভুগছেন ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এমনটাই দাবি আপ নেতৃত্বর৷ আপের তরফে বুধবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ প্রধান সমস্যা সুগারের মাত্রা কমে ৪৬-এ নেমে গিয়েছিল৷ চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক৷ ইডি সূত্রের অবশ্য দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সেদিকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ ২৪ ঘণ্টাই তাঁকে সিসিটিভি ক্যামেরার নজরে রাখা হচ্ছে৷ রয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণও৷

একদিকে যখন কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ করছে আপ৷ ঠিক অন্যদিকে তখন আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল দাবি করেন, ‘দূর্নীতি আসলে যারা করেছেন এবং টাকা কোথায় রয়েছে তার সবই এবার কেজরিওয়াল জানাবেন৷ আগামী ২৮ মার্চ আদালতে প্রকাশ্যে আনবেন তিনি৷ গোটা দেশকে জানাবেন তথাকথিত এই দুর্নীতির পয়সা আসলে কোথায় রয়েছে৷ সব কিছুর প্রমাণও তিনি দেবেন৷’

গত ২১ মার্চ রাত ৯টা নাগাদ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ ২৮ মার্চ, বৃহস্পতিবার তাঁকে ফের আদালতে তোলা হবে৷ সেখানে ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবনতির প্রসঙ্গটি তুলবে আপ৷


আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি৷ এই দুর্নীতির ‘মুখ্য হোতা’ বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ তবে প্রশ্ন উঠছে এত কোটি টাকার দুর্নীতি হয়ে থাকলে সে টাকা কোথায়? আর এই ইসু্যতেই এবার মুখ খুললেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা৷
বুধবার সাংবাদিক বৈঠক থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেন, ‘গতকাল সন্ধ্যা (মঙ্গলবার) আমি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলে সাক্ষাৎ করতে গিয়েছিলাম৷ ওঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ কিন্ত্ত ওনার লক্ষ্য একদম ঠিক৷ দু’দিন আগে মন্ত্রী অতীশিকে বার্তা দিয়ে দিল্লির মানুষের সমস্যা সমাধান করতে বলেছিলেন৷

সেই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷ আমি জানতে চাই এতে অন্যায়টা কী করেছেন? এরা কী আসলেই দিল্লিকে ধংস করতে চায়৷ এরা চায় মানুষ সমস্যার মধ্যে থাকুক৷ এই ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল দুঃখ পেয়েছেন৷ ’

সুনীতা আরও বলেন, “আরও একটি কথা উনি আমায় জানিয়েছেন৷ তা হল, আবগারি দুর্নীতি মামলায় গত ২ বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে৷ ওরা তথাকথিত এই দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে৷ আপের প্রায় সব নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত একটি টাকা ওরা খুঁজে পায়নি৷ দিল্লির মুখ্যমন্ত্রী আমায় বলেছেন, এই তথ্য আগামী ২৮ মার্চ আদালতে প্রকাশ্যে আনবেন তিনি৷ গোটা দেশকে জানাবেন তথাকথিত এই দুর্নীতির পয়সা আসলে কোথায় রয়েছে৷ সব কিছুর প্রমাণও তিনি দেবেন৷’

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এমনীতেই উত্তাল রাজধানী৷ কেজরিওয়াল প্রসঙ্গে ইতিমধ্যেই নাক গলিয়েছে জার্মানি ও আমেরিকা৷ তারপর মুখ্যমন্ত্রীর স্ত্রীর এহেন দাবির পর স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে৷ বৃহস্পতিবার আদালতে তিনি কী বার্তা দেন তার অপেক্ষায় গোটা দেশ৷ এছাড়াও এদিন কেজরির প্রশংসা করে সুনীতা আরও বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, নির্ভিক ও সাহসী ব্যক্তি৷ আমি ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি৷ ওনার শরীর জেলের মধ্যে থাকলেও ওনার মন দিল্লির মানুষের জন্য সর্বদা ব্যাকুল৷’