ভিডে় টেক্কা দিতে আজ লড়াই উত্তরে

নিজস্ব প্রতিনিধি– এ যেন কে কাকে টক্কর দেবে তারই প্রতিযোগিতা৷ আজ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কোচবিহারে৷ আর একই দিনে দুই সভায় লোক জমায়েতে টেক্কা দেওয়া নিয়ে চলছে শাসক-বিরোধী জোর লড়াই৷

দুই দলই নিজেদের শক্তি প্রদর্শন করতে সভায় যথা সম্ভব বেশি সংখ্যায় কর্মী-সমর্থকদের হাজিরা নিশ্চিত করতে এলাকায় এলাকায় কার্যত ‘হুইপ’ জারি করেছে৷ বিভিন্ন এলাকার স্থানীয় সংগঠনকে সভায় লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে৷ চলছে যানবাহন জোগাড় করা৷

যদিও এদিনের প্রধানমন্ত্রীর সভা নিয়ে তৃণমূলের দাবি, বিজেপি প্রধানমন্ত্রীর সভা সফল করতে অসম থেকেও লোক নিয়ে আসবে৷ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগেও কোচবিহারে এসেছিলেন৷ সেবার তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনওটি পূরণ করতে পারেননি৷ তাই প্রধানমন্ত্রীর সভায় লোক হবে না৷ সে জন্য অসম থেকে লোক নিয়ে এসে মাঠ ভরাবে বিজেপি৷ কিন্ত্ত আমরা একটি বিধানসভা এলাকার মানুষকে নিয়েই সভা করব৷’