‘রাত দখলের নামে ফুর্তি চলেছে’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

কয়েক মাস আগেই বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিধায়ককে তাঁর মন্তব্যের বিষয়ে সতর্কও করে তৃণমূল হাইকমান্ড। সেই ঘটনার কয়েকমাস যেতে না যেতেই ফের বিতর্কে লাভলি মৈত্র। এবার অপরাজিতা বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি। আর তা নিয়েই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরজি কর কাণ্ডের পরই অপরাজিতা বিল এনেছে রাজ্য। সেই বিল রূপায়ণে কেন্দ্রীয় সরকার গড়িমসি করায় আন্দোলনে নেমেছে জোড়াফুল শিবির। রবিবার রাতে সোনারপুরে ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচির মঞ্চ থেকে রাত দখলে অংশ নেওয়া আন্দোলনকারীদের ‘তুই’ বলে সম্বোধন করেন লাভলি। তিনি বলেন, কত বড় মূর্খ, ব্যানারটা যদি করিস একটু আলাদা কর, সেই লাল কালো।

লাভলি বলেন, রাত দখলে কী হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়, নাচ করছে, মানে নাচন-কোদন চলছে! যারা করছে তাঁদের লক্ষ্য কী? তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা গুলো বাজারে বিক্রি, রাজনৈতিক মুনাফা লাভ এবং আনন্দ ফুর্তি করতেই রাত দখল।


রাত দখলে শামিল তরুণ-তরুণীদের আক্রমণ শানান সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তাঁর কথায়, বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের বলছে, রাত দখলে সারারাত একসঙ্গে থাকা যাবে। গান-বাজনা হবে, নেশা করা হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই কাটবে সারারাত।

সেপ্টেম্বর মাসে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেই মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দেন তিনি। লাভলি বলেন, দল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি বলেন, বদলা না নেওয়ার কারণেই তাঁরা এখনও ঘুরে বেড়ান।