ছাত্র সমাজের নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে? প্রশ্ন কুণালের

ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে কুণালের প্রশ্ন, ছাত্র সমাজের নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে? বিজেপিকেও একহাত নেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র।

কুণাল লিখেছেন, ‘তথাকথিত ছাত্র সমাজের নবান্ন চলোকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা। এরা CBIর কাছে justice না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া। কেউ কোনো গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার।’

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের সমর্থন করে এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বিজয়ী ভব। শুভেন্দুর পোস্ট উল্লেখ করে কুণালের প্রশ্ন, ‘বিজয়ী ভব মানে? বিজেপি পরিচালিত যুদ্ধ নাকি? কোন ‘ছাত্র সমাজ’? তারা কারা? JUSTICE তো এখন দেবে CBI. তাদের কথা না বলে সংঘাতের ছবি দিয়ে সকালেই উত্তেজনা ছড়ানোর প্ররোচনা কেন? আপনারাই তো কথায় কথায় CBI দেখাতেন। এখন ওদের বলুন ন্যায়বিচার দিতে। আমরাও সেটাই চাই।’


মধ্যরাতে চার ছাত্রনেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি, প্রীতম সরকার – এরা স্বেচ্ছাসেবকদের খাবার দেওয়ার জন্য হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন। তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। আমাদের আশঙ্কা, মমতা পুলিশ তাঁদের আটক/গ্রেফতার করেছে।

শুভেন্দু এই পোস্টের প্রেক্ষিতে কুণালের দাবি, ‘সকালবেলা উত্তেজনা ছড়াতে এই পোস্ট। 1) এরা কারা? 2) সত্যিই নিখোঁজ? 3) এধরণের কোনো অন্তর্ঘাতমূলক কাজ ওদের নিজেদের করা নয় তো? গতকালই আমরা বলেছিলাম। 4) ‘ছাত্র সমাজে’র নামে কর্মসূচির টাকা আসছে কোথা থেকে? 5) উস্কানি দিয়ে গোলমাল করাতে এই ধরণের রটনা (বা ঘটনা তৈরি) কিনা, তদন্ত দরকার।’