আমিনুর রহমান, বর্ধমান, ২৬ এপ্রিল– শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে আসছেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়৷ তার আগে শুক্রবার থেকেই ব্লক জুডে় কঠোর নিরাপত্তা বলয়ের ঘেরাটোপ৷ শনিবার জামালপুরে বর্ধমান পূর্ব আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে অভিষেক বন্দোপাধ্যায় জনসভা করবেন৷ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার জন্য সব রকমের ব্যাবস্থা নেওয়া হয়েছে৷ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান বলেছেন, এই কর্মসূচিতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি৷ আর সেভাবেই দলীয় ভাবে প্রস্তুতি রাখা হয়েছে৷
শুধুমাত্র ব্লকের গ্রামগুলি থেকেই নয় সারা জেলার নেতা নেত্রী, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু সর্বস্তরের কর্মী সমর্থকদের উপস্থিতি থাকবে বলে দাবি করা হয়েছে৷ অভিষেকের সভা সফল করতে এরই মধ্যে জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেস দফায় দফায় বৈঠক করেছে৷ প্রায় প্রতিদিনই প্রচারে নেতৃত্ব দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক৷ শুক্রবারও শেষ দফায় সব কিছু খতিয়ে দেখেন তারা৷ এদিকে অভিষেক বন্দোপাধ্যায়ের সভা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন রাজ্য ও জেলা পুলিশের প্রথম সারির অফিসাররা৷ জামালপুরে আসেন নিরাপত্তা আধিকারিক সহ অন্যান্যরা৷ এরই মধ্যে জামালপুর সিডি গ্রাউন্ডের পাশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে৷ সেখান থেকে যাবেন সভার মঞ্চে৷
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মঞ্চে বাছাই করা নেতা নেত্রীরাই স্থান পাবেন৷ এদিকে ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান জানিয়েছেন জনসভার সময় রাখা হয়েছে বেলা তিনটেয়৷ মঞ্চেই দলের পক্ষ থেকে অভিষেক বন্দোপাধ্যায়কে বিশেষ সম্মাননা জানানো হবে৷ এর জন্য দফায় দফায় বৈঠকে বসতে হয়েছে৷ তবে প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে কর্মী সমর্থকদের উপস্থিতি নিয়েও দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পানীয় জলের ব্যবস্থা রাখা হবে পর্য্যাপ্ত পরিমাণে, সেটাও জানানো হয়েছে৷