প্রধানমন্ত্রীর আবাস যোজনা ও ভুয়ো রেশন কার্ড নিয়ে এবার দীলিপ ঘোষের মন্তব্য

রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প খতিয়ে দেখতে গেলে কেন্দ্রীয় দলের নাম আসছে। নাম পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, আমরা বারবার অভিযোগ করেছি শুধু নাম পরিবর্তন ই নয়। প্রজেক্টে যেমন নাম পাল্টে গেছে তেমন লাভার্থীদের নাম ও পাল্টে গেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট আসার পর সেই লিস্টকে পুরো পাল্টে দেওয়া হয়েছে। আমার মেদিনীপুর কেশিয়াড়ীতে একটা পঞ্চায়েতের সাড়ে চারশো জন গরীব আদিবাসী তাদের নাম কেটে দিয়ে নিজেদের লোকেদের নাম দেওয়া হয়েছে। সব জায়গায় শৌচালয় হোক আবাস যোজনা হোক বা অন্য রাস্তা রাস্তার যেটা হয়েছে পাল্টে অন্য জায়গায় চলে যাচ্ছে।

ভুয়ো রেশন কার্ড নিয়ে টুইট প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিম বাংলায় ৬৮ লক্ষ রেশন কার্ড বেরিয়েছে।   এই দু’বছর ধরে ফ্রি রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার গরিব যোজনাতে।


তাতে যদি একটা লোক মাসে সাড়ে ৩০০ টাকা পায় একটা কার্ড পিছু তাহলে দু’বছরের রেশন কার্ডের মাধ্যমে যারা পেয়েছে তারা , কত হাজার কোটি টাকা লুট করেছে !?

বহু জায়গায় এরকম ভুয়ো নাম ভোটার লিস্টের মধ্যে ঢুকে আছে। ৭-৮ শতাংশ এই যে টাকাটা কেন্দ্র পাঠাচ্ছে সেই টাকাটা লুট করতে।এটা বন্ধ হবে আমার কাছে তথ্য এসেছে। তাই আমি  সাধারণ মানুষকে  টুইটার ফেসবুকের মাধ্যমে জানিয়েছি