এবার বাংলাতেই তৈরি হবে ইথানলের মতাে জৈব জ্বালানি, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পানাগড়ে পলিফিল্ম শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে রাজ্যে একাধিক শিল্প স্থাপনের কথাও ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, রাজ্যে ইথানল তৈরির শিল্প গড়ে তােলা হবে। এর জন্য বিনিয়ােগ হবে ১৫০০ কোটি টাকা। ইথানল ভাঙা চাল থেকে তৈরি হয়ে থাকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই জৈব জ্বালানি পেট্রোল, ডিজেলের চাহিদা কম করবে। বিপুল টাকা বাঁচাবে।