নিজস্ব প্রতিনিধি– শনিবার ছিল দেশের শেষ দফার নির্বাচন৷ এদিন নির্দিষ্ট সময়ে বুথে গিয়েও ভোট দিতে পারলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়-অজপা মুখোপাধ্যায়! অভিযোগ, ভোটার তালিকায় তাঁদের নামই নেই৷ ঘটনায় যতটা বিস্মিত ততটাই বিরক্ত দুই তারকা বোন৷ সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাগ করে নেন তাঁরা৷ জানান, তাঁরা জানতেনই না যে তালিকায় তাঁদের নাম নেই৷ বুথে পৌঁছে পুরো বিষয় জানার পর প্রচণ্ড অস্বস্তিতে পডে় যান দু’জনে৷ সঙ্গে সঙ্গে ফিরে আসেন৷ এর পরেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী৷ বলেন, ”আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে৷ কিন্ত্ত আমার বোনের আছে৷ ও গত বারেও ভোট দিয়েছিল৷ এ বছর আমরা বুথে গিয়ে জানতে পারলাম, নামই ওঠেনি! এর থেকে বিরক্তিকর ঘটনা আর কী হতে পারে?”
তাঁর আরও অভিযোগ, তাঁদের মা-বাবা অনেক বছর প্রয়াত৷ তার পরেও তাঁদের নাম রয়েছে৷ বহুতলের এমন অনেক প্রবীণ আছেন, যাঁরা কোনও ভাবেই বুথে যাওয়ার মতো অবস্থায় নেই৷ তাঁদের নামও সরানো হয়নি৷ রয়ে গিয়েছে এমন অনেকের নাম যাঁরা শহর ছেডে় বাইরে বহু কাল৷ অথচ, তাঁরা দুই বোন বাদ পডে় গেলেন! কী ভাবে ব্যাপারটা হল সেটাও বুঝতে পারছেন না তাঁরা৷ আরও ঘটনা, তাঁদের মতো আবাসনের একাধিক এই প্রজন্মের ভোটারদের নামও নাকি ওঠেনি৷ ভোটদান সাংবিধানিক অধিকার৷ প্রত্যেক স্বাধীন দেশের নাগরিক এই অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করে থাকেন৷ সেই অধিকার এই প্রথম অভিনেত্রী প্রয়োগ করতে পারলেন না৷ যে কারণে তিনি খুবই রেগে গিয়েছেন৷ পাশাপাশি জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে জানার চেষ্টা করবেন, কেন এ রকম ঘটল! এই ঘটনা নিয়ে চাঞ্চল্য রয়েছে এলাকায়৷