কুশলকুমার বাগচী, বহরমপুর, ২৯ মে— রেমাল আসার বহু আগে সংকেত পাওয়া গেলেও, তা নিয়ে মাথা ব্যথা নেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর৷ সরকার এবং মুখ্যমন্ত্রী ব্যস্ত ভোট নিয়ে৷ তাই বাংলার মানুষ রাজ্য সরকারের উপরে নয়, নিজেদের হাত এবং পায়ের উপর ভরসা করে৷ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷
রেমালের পরে বহু জায়গায় প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ করছেন মানুষ৷ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘রেমাল এসেছে রেমালের মতো৷ মানুষ তাদের মতো করে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে৷ সরকারি কোনো প্রচেষ্টা ছিল কি? যেদিন ঝড় হয়, তার অনেক আগে থেকে ঝডে়র সংকেত পাওয়া গিয়েছে৷ বার বার করে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে৷ কিন্ত্ত পশ্চিমবঙ্গ সরকার তো ভোট নিয়ে ব্যস্ত৷ দিদি ভোট নিয়ে আর ভাষণ দিতে ব্যস্ত৷ রেমালে কে মরলো, কে বাঁচল, কে খেতে পেল, কে পেল না, ওষুধ পাওয়া গেল কিনা, তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই৷ তার উদাসীনতা সারা বাংলার মানুষ জানে৷
মমতাকে সব সময় পাবেন, কিন্ত্ত বিপদের সময় পাবেন না৷ দিদিকে আমাদের সব সময় পাওয়া যাবে৷ কিন্ত্ত আপদে-বিপদে দিদিকে পাওয়া যাবে না৷ তখন দিদি অনুপস্থিত৷ তাই স্বাভাবিকভাবে মানুষ তার নিজের হাত এবং পায়ের উপর ভরসা করে৷ বাংলার মানুষকে আল্লা আর ভগবানের উপরে, তাদের দয়াতে দিদিমনি ছেডে় দিয়েছে৷’