সংবিধান বদলের চক্রান্ত হচ্ছে : সোনিয়া

দিল্লি, ৬ এপ্রিল— লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন সোনিয়া গান্ধি৷ শনিবার জয়পুরের সভায় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেন, ‘মোদিজি নিজেই নিজেকে খুব মহান মনে করেন৷ কিন্ত্ত প্রকৃতপক্ষে গণতন্ত্রের মর্যাদার বস্ত্রহরণ করছেন তিনি৷ ‘দেশের সর্বনাশ করে গণতন্ত্র নষ্ট করতে উদ্যত হয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী, ভোটারদের উদ্দেশে শনিবার এমনটাই বলেন সোনিয়া৷ একইসঙ্গে তাঁর চাঞ্চল্যকর দাবি, দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিজেপি-তে যোগদান করানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে৷

রাজস্থানের জয়পুরের সভা থেকে সোনিয়া গান্ধি বলেন, ‘দেশের গণতন্ত্র বিপন্ন৷ প্রতিটি ক্ষেত্রে অন্যায় হচ্ছে৷ দেশের সমস্ত জনগণের উচিত বিজেপি-র বিরুদ্ধে আন্দোলন গডে় তোলা৷ গত ১০ বছর ধরে দেশ এমন এক রাজনৈতিক দলের ক্ষমতায় রয়েছে যারা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, বিভাজন এবং একনায়কতন্ত্রের রাজনীতি করে চলেছে৷ মোদি সরকার কী করেছে তা দিনের আলোর মতো স্পষ্ট৷ ‘কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে৷ চক্রান্ত করে আমাদের দেশের সংবিধান বদলে ফেলার চেষ্টা হয়েছে৷ এটা একনায়কতন্ত্র৷ আমরা সবাই মিলে এর বিরুদ্ধে লড়াই করছি৷ এর যোগ্য জবাব দেওয়া হবে৷’

সোনিয়া ছাড়াও রাজস্থানের জয়পুরের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা বঢরাও৷ তিনি বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে ভোট হবে তা দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থেই হবে৷’ তাঁর সংযোজন, ‘আপনারা হয়তো ভাবছেন, আমাদের দেশের গণতন্ত্র কী ভাবে বিপন্ন হচ্ছে৷ আমাদের দেশের বড় বড় এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে৷ আজ পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, মানুষ এখন ভোটযন্ত্রের উপরও ভরসা রাখতে পারছে না৷’