• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

আগামীকাল রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। গত ১০ জুলাই দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ তার মধ্যে ছিল কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ৷ এই চারটি বিধানসভা কেন্দ্রে মোট ৬৬.৯৫ শতাংশ ভোট প‌ে.ডছে বলে জানা গিয়েছে৷ সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে৷

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। গত ১০ জুলাই দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ তার মধ্যে ছিল কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ৷ এই চারটি বিধানসভা কেন্দ্রে মোট ৬৬.৯৫ শতাংশ ভোট প‌ে.ডছে বলে জানা গিয়েছে৷ সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে৷ আর সবথেকে কম ভোট পড়েছে মানিকতলায়৷

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের এই ৪ বিধানসভা কেন্দ্রের তিনটিতেই জিতেছিল বিজেপি৷ শুধু মানিকতলা আসনে জিতেছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে৷ পাশাপাশি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলাফলের উপরে নজর রাখলে দেখা যায় মানিকতলা বাদে বাকি তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি৷ পদ্ম শিবিরের কাছে এবার লড়াইটা তাই মর্যাদার৷ কিন্ত্ত ফলাফলের ক্ষেত্রে আত্মবিশ্বাসের খানিক অভাব রয়েছে বিজেপি নেতৃত্বের- এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

উপনির্বাচনেও বিপুল ছাপ্পা ও ভোট লুট হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি৷ অপরদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল৷ মানিকতলায় জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস প্রায় নিশ্চিত৷ গত বিধানসভা নির্বাচনেও এই আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল৷ আগের বারের তুলনায় মানিকতলায় জয়ের ব্যবধান আরও বাড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী নেতৃত্ব ৷ যদিও বাকি ৩টির মধ্যে বাগদা ও রানাঘাট দক্ষিণে ভোট ভালো হয়েছে বলে মনে করছে জোরাফুল শিবির৷ এই দুই আসনে শক্তিশালী প্রার্থী ভোট জেতাতে দলকে সাহায্য করবে বলে মত দলের৷ পাশাপাশি এই দুই কেন্দ্রে সাংগঠনও আগের থেকে অনেকটা উন্নত৷ বিজেপির গোষ্ঠী কোন্দলও এক্ষেত্রে তৃণমূলকে লড়াইতে এগিয়ে রাখতে সাহায্য করবে বলে দাবি করছে তৃণমূল ৷

বিজেপি নেতৃত্বের একাংশ দাবি করেছে, তৃণমূল একতরফা ভোট করিয়েছে৷ এর ফলে বিজেপির পক্ষে একটি আসনেও জেতা কঠিন হবে ৷ উপনির্বাচনের ট্রেন্ড অনুযায়ী পাল্লা ভারী তৃণমূলের৷ অপরদিকে, মর্যাদা রক্ষার লড়াই বিজেপির৷ লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা আসনে বিজেপি এগিয়ে থাকলেও উপনির্বাচনের ট্রেন্ড অনুযায়ী কিছুটা ব্যাকফুটে তাঁরা৷ বিজেপি নেতৃত্বের অপর একটি অংশ মনে করছে, মানিকতলা ছাড়া বাকি তিনটি আসনে তৃণমূল হয়তো জিততে পারবে না, কিন্ত্ত ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেকটাই কমবে৷ তৃণমূলের একাংশের দাবি, রায়গঞ্জ আসন নিয়ে চিন্তায় রয়েছে দল৷ লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, রায়গঞ্জ আসন থেকে প্রায় ৪৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল৷ এই ব্যবধান মেক আপ করা তৃণমূলের পক্ষে বেশ কঠিন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷