• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গার্ডেনরিচ কান্ডে গ্রেফতার জমির মালিকও

নিজস্ব প্রতিনিধি— গার্ডেনরিচ কান্ডে এবার গ্রেফতার হলেন জমির মালিক পাপ্পু৷ গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের ঘটনায় সোমবারই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ৷ এবার ওই জমির মালিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতের নাম মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পু৷ বুধবার পাপ্পুকে আদালতে পেশ করা হলে তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ রবিবার রাত প্রায় সাডে় বারোটা নাগাদ গার্ডেনরিচে

নিজস্ব প্রতিনিধি— গার্ডেনরিচ কান্ডে এবার গ্রেফতার হলেন জমির মালিক পাপ্পু৷ গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের ঘটনায় সোমবারই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ৷ এবার ওই জমির মালিককে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতের নাম মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পু৷ বুধবার পাপ্পুকে আদালতে পেশ করা হলে তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷

রবিবার রাত প্রায় সাডে় বারোটা নাগাদ গার্ডেনরিচে একটি পাঁচতলা নির্মীয়মাণ বাডি় ভেঙে পডে়ছিল৷ ওই ঘটনায় প্রোমোটারসহ অন্যদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছিল কলকাতা পুলিশ৷ সোমবার প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ৷ মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ পুলিশের সুয়োমোটো মামলা ছাড়াও পুরসভার তরফ থেকেও গার্ডেনরিচ থানায় প্রোমোটার সহ জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ মঙ্গলবার রাতেই গ্রেফতার হন জমির মালিক মহম্মদ সরফরাজ ওরফে পাপ্পু৷ লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলার রজু করা হয়েছে৷ এই ঘটনার তদন্ত করবেন ডিডি হোমিসাইড৷ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রমোটার মহম্মদ ওয়াসিম সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছেন গোয়েন্দারা৷

পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা গিয়েছে, মহম্মদ ওয়াসিমের সঙ্গে গার্ডেনরিচ এলাকার একাধিক কল সেন্টারে যোগাযোগ রয়েছে৷ ওই কল সেন্টারগুলোর টাকা ওয়াসিমের মাধ্যমে নির্মাণ ব্যবসায় লাগানো হতো৷ অনেক সময়ই কল সেন্টার মালিকদের কালো টাকা সাদা করার ব্যাপারে ওয়াসিম তাঁর নির্মাণ ব্যবসাকে কাজে লাগাতেন বলে জানতে পেরেছে তদন্তকারীরা৷ এছাড়াও ওয়াসিমের কোন কোন ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে৷ এছাড়াও জমির মালিকের সঙ্গে অভিযুক্ত প্রোমোটারের কি ধরনের চুক্তি হয়েছিল এই বিষয়টিতেও খোঁজখবর নিচ্ছেন তদন্তকারীরা৷