কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসরাজ বম্মাই। মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের বৈঠক শেষে ঘােষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিজেপি শীর্ষ নেতাদের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেডি এবং ধর্মেন্দ্র প্রধান। সেই বৈঠকেই বাসাবরাজ বম্মাইয়ের নামে শিলমােহর পড়েছে বলে সূত্রের খবর। যদিও, সরকারিভাবে তাঁর নাম এখনও ঘােষণা করা হয়নি।
বিএস ইয়েদুরাপ্পার ইস্তফার পর কর্ণাটকে বিজেপির লিঙ্গায়েত ভােটব্যাংকে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছিল। সেই আশঙ্কা কাটাতেই ফের লিঙ্গায়েত মুখেই আস্থা রাখছে গেরুয়া শিবির।
বাসবরাজ বম্মাই ইয়েদুরাপ্পা মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উল্লেখ্য, বাসাবরাজ বম্মাই পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। একটা সময় টাটা গােষ্ঠীর সঙ্গে কাজ করেছেন। বিজেপিতে তিনি যােগ দেন ২০০৮ সালে। দু’বার বিধান পরিষদের সদস্য হয়েছেন। তিন বার বিধায়ক হয়েছেন।
এর আগে কর্ণাটকের জলসম্পদ মন্ত্রী ছিলেন বম্মাই। ২ বছর আগে কুমারস্বামী সরকারের পতনের পর এই সাদারা লিঙ্গায়েত নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন ইয়েদুরাপ্পা। এবার তাঁর কাছেই কুরসি খােয়াতে হচ্ছে তাঁকে।