• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলায় লড়াইটা কংগ্রেসকে রক্ষা করার: অধীর চৌধুরী

কুশলকুমার বাগচী, বহরমপুর, ১৯ মে— বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতাকে কেন্দ্র করে শনিবারই সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের লড়াই সামনে এসে পডে়৷ সাংবাদিকদের সামনে প্রদেশ কংগ্রেস সভপতি অধীর চৌধুরীকে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে৷ মাত্র দু’ঘন্টার মধ্যে সাংবাদিকদের সামনে পাল্টা নিজের বক্তব্য জানিয়েছিলেন অধীর চৌধুরী৷ তিনি স্পষ্ট করেছিলেন, বাংলায় কংগ্রেসকে যে খতম

কুশলকুমার বাগচী, বহরমপুর, ১৯ মে— বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতাকে কেন্দ্র করে শনিবারই সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের লড়াই সামনে এসে পডে়৷ সাংবাদিকদের সামনে প্রদেশ কংগ্রেস সভপতি অধীর চৌধুরীকে কার্যত হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে৷ মাত্র দু’ঘন্টার মধ্যে সাংবাদিকদের সামনে পাল্টা নিজের বক্তব্য জানিয়েছিলেন অধীর চৌধুরী৷ তিনি স্পষ্ট করেছিলেন, বাংলায় কংগ্রেসকে যে খতম করেছে, তার সঙ্গে কোনো খাতির নয়৷ এর রেশ না কাটতেই রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে অধীরবাবু ফের নিজের অবস্থান স্পষ্ট করেন৷ আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বুঝিয়ে দেন, তিনি তার বক্তব্য এবং অবস্থান থেকে সরতে নারাজ৷ তিনি আজ আরও একবার জানিয়ে দেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় কংগ্রেসকে খতম করেছে, তাকে তিনি কোনও মতে খাতির করতে পারবেন না বা তার সঙ্গে দোস্তি করতে পারবেন না৷ তার দয়া নিতে পারবেন না৷ বাংলায় লড়াইটা নৈতিকতার, কংগ্রেসকে রক্ষা করার এবং অত্যচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই বলেও এদিন তিনি উল্লেখ করেন৷

রবিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং এক প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘মমতা ব্যানার্জী নিজেই বলেছে যে, দিল্লিতে ইণ্ডিয়ার সঙ্গে, বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে৷ আমরাও দিল্লিতে ইণ্ডিয়া জোটে, বাংলায় মমতার বিরুদ্ধে৷ অসুবিধার কি আছে৷ এখানে আমরা মমতা ব্যানর্জীকে কোনো মতে খাতির করতে পারব না৷ এটা বলতে আমার কোনো দ্বৈত ভাবনা নেই৷ এর মধ্যে কোনো ইরিটেশন নেই৷ এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে, তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না৷

মমতা যেমন বলছে, দিল্লিতে ইণ্ডিয়া জোটে আমি আছি, বাংলায় আমি কংগ্রেস আর সিপিএমের বিরোধিতা করি৷ বাংলায় কংগ্রেস আর সিপিএমকে হত্যা করেছে৷ দিল্লিতে ইণ্ডিয়া জোটের সঙ্গে আছি৷ একথা মমতা বলছে৷ মমতা যদি বলতে পারে দিল্লিতে ইণ্ডিয়া আর এই বাংলায় নো ইণ্ডিয়া৷ তাহলে আমরাও একই কথা বলছি৷ আমি তো একই কথা বলি৷ কে কি বলছে জানি না৷ এই বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে৷ একদিন নয়, বছরের পর বছর ধরে৷ এই মমতা ব্যানার্জি ২০১১ সালে কংগ্রেসের দয়ায়, কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতায় আসার পর দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে৷ কংগ্রেসের একজন সৈনিক হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না৷ এখানে লড়াইটা নৈতিকতার৷ এখানে লড়াইটা কংগ্রেস পার্টিকে রক্ষা করার৷ এখানে লড়াইটা অত্যচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই৷’