• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

টাকার অভাবে সংসার চলছে না ১০০ কোটির মালিক বাকিবুরের পরিবারের

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমান ১০ বা ৫০ নয়, তিনি ১০০ কোটি টাকার মালিক৷ শত কোটির মালিক হলে কি হবে, সেই টাকা কাজেই লাগছে না৷ বর্তমানে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে জেলে রয়েছেন তিনি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে গ্রেফতার হন তিনি৷ তদন্তে নেমে ইডি বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পায়৷ যা

নিজস্ব প্রতিনিধি,  কলকাতা: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত বাকিবুর রহমান ১০ বা ৫০ নয়, তিনি ১০০ কোটি টাকার মালিক৷ শত কোটির মালিক হলে কি হবে, সেই টাকা কাজেই লাগছে না৷ বর্তমানে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসাবে জেলে রয়েছেন তিনি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে গ্রেফতার হন তিনি৷ তদন্তে নেমে ইডি বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ পায়৷ যা বর্তমানে বাজেয়াপ্ত করা হয়েছে৷ এক সময়ে বিলাসবহুল জীবন কাটানো বাকিবুরের পরিবারের বর্তমানে টাকার অভাবে সংসারই চলছে না৷ তাই পরিবারের সদস্যদের কথা ভেবে সই করতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি৷ সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত৷

বাকিবুর আটাকল মালিক৷ কিন্ত্ত রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে তদন্তকারী দল বিস্ফোরক সমস্ত তথ্য পায়৷ উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও প্রমাণ মেলে৷ তারপরেই বাজেয়াপ্ত করা হয় বাকিবুর রহমানের সমস্ত সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ যার মধ্যে রয়েছে বাকিবুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ যার কারণেই পরিবারের কেউ টাকা তুলতে পারছেন না৷ পরিবারে সমস্যার কথা ভেবেই আদালত বাকিবুরের আবেদন মঞ্জুর করেছে৷

বিচারক জানিয়েছেন,  জেল কর্মীর উপস্থিতিতে জেলে গিয়ে বাকিবুরের স্ত্রী চেকে সই করাতে পারবেন৷ বিচারকের এই নির্দেশে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মামলায় অভিযুক্তের পরিবার৷ গ্রেফতারের পর ইডি জানতে পারে, ১০০ কোটির সম্পত্তির মালিক বাকিবুর৷ তাঁর রয়েছে একাধিক চালকল, আটাকল। তাঁর নামে ৯টি ফ্ল্যাট রয়েছে কলকাতার একাধিক অভিজাত এলাকায়৷ শুধু তাই নয়, দুবাইতেও কোটি কোটি টাকার দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে৷ চালকল, আটাকল মালিক হয়ে এত সম্পত্তি কিভাবে হল, সেই প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থা৷ এই সমস্ত সম্পত্তি রেশন দুর্নীতির টাকা থেকেই হয়েছে বলে দাবি করেছে ইডি৷