• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ ট্রামে চাপল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি— এ পর্যন্ত যে দু’দফায় ভোট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গত লোকসভা ভোটের তুলনায় এবার ভোটদানের হার কমেছে৷ গ্রামাঞ্চলের পাশপাশি শহরেও যাতে ভোটদানের হার বাড়ে সেই কারণে উদ্যোগ নিল নির্বাচন কমিশন৷ সোমবার শহর কলকাতায় শহরে নামল একটি বিশেষ ট্রাম৷ যে ট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, নগরপাল বিনীত গোয়েল, রাজ্যের

নিজস্ব প্রতিনিধি— এ পর্যন্ত যে দু’দফায় ভোট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গত লোকসভা ভোটের তুলনায় এবার ভোটদানের হার কমেছে৷ গ্রামাঞ্চলের পাশপাশি শহরেও যাতে ভোটদানের হার বাড়ে সেই কারণে উদ্যোগ নিল নির্বাচন কমিশন৷

সোমবার শহর কলকাতায় শহরে নামল একটি বিশেষ ট্রাম৷ যে ট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, নগরপাল বিনীত গোয়েল, রাজ্যের পরিবহণ সচিব সৌমিত্র মোহন এবং নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা৷ কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে এই ট্রামটি ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসপ্লানেড থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন পথ পরিক্রমা করবে৷

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনের প্রথম দফাতেও ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে এই রাজ্যের স্থান ছিল দ্বিতীয়তে৷ আগামী দফাগুলিতে যাতে এই প্রবণতা অক্ষুণ্ণ থাকে, সেজন্যই এই সচেতনতা বাড়ানোর উদ্যোগ৷ অনুষ্ঠানে উপস্থিত নগরপাল বিনীত গোয়েল বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদর সুরক্ষা দেওয়াটাও পুলিশের দায়িত্ব৷ ভোটগ্রহণের দিনে কলকাতার নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে৷

পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে থাকবে বিশেষভাবে সক্ষম আঁকা চিত্র ও শিল্পকলার প্রদর্শনী৷ দ্বিতীয় দিনে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা৷ তৃতীয় দিনে প্রবীণদের জন্য বিশেষ কর্মসূচির পাশাপাশি থাকবে রক্তদান শিবিরের আয়োজন৷ চতুর্থ ও পঞ্চম দিনে তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে রাখা হয়েছে সেলফি প্রতিযোগিতার সূচি৷ সব মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ভোট দিতে উৎসাহিত করতেই এই বিশেষ ট্রাম৷