• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটার স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন দুর্গতরা

ঝড়-বিধ্বস্ত এলাকায় বাধ্যতামূলক নয় পরিচয়পত্র অর্ণব সাহা, জলপাইগুড়ি, ৬ এপ্রিল— রবিবারের টর্নেডোতে বিপর্য্যস্ত মানুষদের আশ্বস্ত করতে লোকসভা ভোট নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ জলপাইগুডি় শহর, ময়নাগুডি় সহ যে সমস্ত জায়গায় ঝডে়র কারণে বিপর্য্যয় ঘটেছে সেখানে লোকসভা নির্বাচনের সময় পরিচয়পত্র ছাড়াই ভোট দিতে পারবেন ভোটাররা৷ ঝড়ের প্রভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভোটার কার্ড বা অন্যান্য

ঝড়-বিধ্বস্ত এলাকায় বাধ্যতামূলক নয় পরিচয়পত্র

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ৬ এপ্রিল— রবিবারের টর্নেডোতে বিপর্য্যস্ত মানুষদের আশ্বস্ত করতে লোকসভা ভোট নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ জলপাইগুডি় শহর, ময়নাগুডি় সহ যে সমস্ত জায়গায় ঝডে়র কারণে বিপর্য্যয় ঘটেছে সেখানে লোকসভা নির্বাচনের সময় পরিচয়পত্র ছাড়াই ভোট দিতে পারবেন ভোটাররা৷

ঝড়ের প্রভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভোটার কার্ড বা অন্যান্য কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে সেখানকার ভোটাররা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে৷ এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানালেন, বিপর্য্যস্ত এলাকার মানুষরা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷

রবিবারের টর্নেডো-র জেরে বিপর্য্যস্ত হয়ে পডে়ছে জলপাইগুডি়র বিস্তীর্ণ এলাকা৷ এখনও পর্যন্ত পাঁচজন প্রাণ হারিয়েছেন৷ ঝড়ে আহতের সংখ্যা প্রায় পাঁচশোর কাছাকাছি৷ কাঁচা বাডি় ভেঙে ঘরছাড়া হয়েছে অনেক পরিবার৷ এই অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরগুলিতে থাকা বিভিন্ন দরকারি কাগজপত্রও খুঁজে পাচ্ছেন না বেশিরভাগ মানুষ৷ এই পরিস্থিতিতে দাঁডি়য়ে কোন পরিচয়পত্র নিয়ে লোকসভা ভোট দেবেন তা নিয়ে চিন্তায় পডে়ছেন অনেকে৷ তাঁদের সেই চিন্তার অবসান ঘটাতেই ভারতের জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে৷

উল্লেখ্য, ভোটার স্লিপগুলি ভোটের আগে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলির দ্বারা বিলি করা হয় তেমনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়৷ আগামী ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোটে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুডি় আসনে ভোটগ্রহণ হবে৷ এপ্রসঙ্গে রাজ্যের অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী জানান, জলপাইগুডি় জেলায় ১১টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সারানোর কাজ শুরু হবে৷ সংশ্লিষ্ট মহলকে ওই বুথগুলি সারানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ এখনও ভোটের দিনের আগে সেগুলি ফের ঠিক করার জন্য যথেষ্ট সময় রয়েছে কমিশনের হাতে৷ তার মধ্যেই সবকিছু ঠিক করে নেওয়া হবে৷

জলপাইগুড়ি জেলার এক নির্বাচন আধিকারিক পুষ্পা দোলমা জানান, ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র ঝড়ে খোয়া গিয়ে থাকলে চিন্তার কিছু নেই৷ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দুর্গত এলাকাগুলির ভোটাররা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন৷ তবে অবশ্যই ভোটার তালিকায় তাদের নাম থাকতে হবে৷