একদিনের জন্য তৃণমূলের ৬ সাংসদকে সাসপেন্ড করা হল। রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। দোলা সেন, নাদিমুল হক, আবিরঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘােষ এবং মৌসুম নুরকে একদিনের জন্য সাসপেন্ড করা হল।
এই ঘটনায় প্রব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার প্রতিবাদে টুইটে লেখেন, আমাদের সাংসদদের সঙ্গে এই আচরণ প্রমাণ করে যে ৫৬ ইঞ্চির গডফাদার হার স্বীকার করে নিয়েছেন।
আপনি আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু চুপ করাতে পারবেন না। শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের জন্য লড়াই করব। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ নিয়ে ছিড়ে ফেলার অভিযােগে পুরাে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল সাংসদ শান্তুনু সেনকে।