নোট বাতিলের বিরুদ্ধে সরব সুপ্রিম কোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিনিধি— এবার নোট বাতিল নিয়ে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না৷ হায়দরাবাদে একটি আইন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতি বি ভি নাগরত্না সাফ জানিয়ে দেন, ‘বাতিল হওয়া টাকার ৯৮ শতাংশই যদি রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফিরে আসে, তাহলে কালো টাকা উদ্ধার হল কোথায়?’ স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এই প্রশ্ন তোলায়, বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে৷ কারণ এতদিন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে৷ এবার সুপ্রিম কোর্টের এক বিচারপতি এই নিয়েই প্রশ্ন তুললেন৷

উল্লেখ্য, ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের বিরুদ্ধে মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে৷ সেই সময় সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের বেঞ্চে একজন ছিলেন বিচারপতি বি ভি নাগরত্না৷ সেই তিনি নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন৷ কারণ, সুপ্রিম কোর্ট ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে শিলমোহর দিয়েছিল৷ সেই সময় চারজন বিচারপতি নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে রায় দিলেও বিচারপতি নাগরত্না কিন্ত্ত এর বিরোধিতাই করেছিলেন৷ রবিবার সেই রায়ের প্রসঙ্গে উল্লেখ করে বিচারপতি নাগরত্না বলেন, নোট বাতিল আসলে কালো টাকাকে সাদা করার একটা পথ৷

এমনটাই সেদিন মনে হয়েছিল৷ হিসেব বহির্ভূত টাকা সরকারি খাতায় ঢুকছে, তারপর সেই টাকার কী হচ্ছে, কারও জানা নেই৷ আয়কর দফতরও কী করছে, তা জানা নেই৷ সেই কারণেই নোট বাতিলের বিরোধিতা করেছিলাম৷ খুব তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ অর্থমন্ত্রীও বিষয়টি নিয়ে অন্ধকারেই ছিলেন৷ সুপ্রিম কোর্টের এক বিচারপতির এই মন্তব্যের পর রাতারাতি আসরে নেমেছে কংগ্রেস৷ ৷


বিচারপতি নাগরত্নার এই বক্তব্যে স্পষ্ট, নোট বাতিল আসলে মোদি সরকারের একটা ষড়যন্ত্র ছিল৷ এটা অনেক বড় একটা কেলেঙ্কারি৷ যার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে৷’ এভাবেই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস৷ হায়দরাবদের অনুষ্ঠান থেকে রাজ্যপালদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বিচারপতি নাগরত্না৷ বিধানসভায় পাশ হওয়া বিল আটকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তগুলি রাজ্যপালদের একাংশের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে৷ এই ধরনের মামলা না হলেই ভালো হত, বলে মন্তব্য করেন বিচারপতি নাগরত্না৷ এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘রাজ্যপালরা সংবিধান মেনে কাজ করুন৷ তাহলে আদালতে এই ধরনের মামলা ক্রমশ কমবে৷