• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বিজেপি’র বোমা নিষ্ক্রিয় করল সুপ্রিম কোর্ট: অভিষেক

প্রশান্ত দাস: মঙ্গলেই মঙ্গলবার্তা সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় সামনে আসার পরই ‘তৃপ্ত’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক৷ তিনি এক্স বার্তায় লেখেন, “বাংলার ভাবমূর্তি নষ্ট এবং রাজ্য সরকার উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুডে়ছিল বিজেপি৷ সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া সেই বোমা নিষ্ক্রিয় করেছে৷ সত্যের জয়

প্রশান্ত দাস: মঙ্গলেই মঙ্গলবার্তা সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় সামনে আসার পরই ‘তৃপ্ত’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক৷ তিনি এক্স বার্তায় লেখেন, “বাংলার ভাবমূর্তি নষ্ট এবং রাজ্য সরকার উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুডে়ছিল বিজেপি৷ সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া সেই বোমা নিষ্ক্রিয় করেছে৷ সত্যের জয় হল৷ সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ৷ জয় বাংলা৷”

এদিন সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী৷ চন্দ্রিমা বলেন, “সত্যের জয় হয়, আর মিথ্যের বিসর্জন৷ সর্বোচ্চ আদালত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে তাতে প্রমাণিত সত্য ছাড়া কিছু নেই৷” পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে চন্দ্রিমা বলেন, “বলেছিলেন বোমা ফেটে গেলো! ওটা যদি বোমা বিস্ফোরণ হয় তাহলে সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী আদেশ হলো বোমা নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া৷ বাংলাকে কলুষিত করার প্রয়াসের ওপর আরেকবার আঘাত হানলো ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়৷” এদিন সুকান্ত মজুমদার দাবি করেন, বিজেপির জন্যই এই স্টে অর্ডার৷ চন্দ্রিমা পাল্টা কটাক্ষ করে বলেন, “স্টে অর্ডারও বিজেপির জন্য, কলকাতা হাইকোর্টের অর্ডারও বিজেপির জন্য! চাকরি গেলো বিজেপির জন্য, আবার চাকরি রইলোও বিজেপির জন্য৷ রাজনৈতিকভাবে নাবালক সভাপতি হলে এমনই বলেন৷”