• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

রাজভবনের সামনে ধরনা করতে চেয়ে সিপিকে চিঠি শুভেন্দুর, ‘অভিষেককে নকল’, কটাক্ষ তৃণমূলের

ভোট পরবর্তী হিংসা নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে যতদূর সম্ভব যাবেন বলে ঠিক করে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার রাজভবনের সামনে ধরনায় বসার পরিকল্পনা তাঁর৷ এবিষয়ে অনুমতি চেয়ে তিনি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বলে জানা গেছে৷ শুভেন্দু প্রশ্ন তুলেছেন, তৃণমূল ধরনার অনুমতি পেলে, তাঁদের কেন দেওয়া হবে না৷ এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি

ভোট পরবর্তী হিংসা
নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে যতদূর সম্ভব যাবেন বলে ঠিক করে নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার রাজভবনের সামনে ধরনায় বসার পরিকল্পনা তাঁর৷ এবিষয়ে অনুমতি চেয়ে তিনি পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বলে জানা গেছে৷ শুভেন্দু প্রশ্ন তুলেছেন, তৃণমূল ধরনার অনুমতি পেলে, তাঁদের কেন দেওয়া হবে না৷ এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব৷ নকল না করে নিজস্ব রাজনীতি করার পরামর্শ দিয়েছেন শুভেন্দুকে৷ উল্লেখ্য, রাজ্যপাল সময় দিলে রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ১০০ জনকে নিয়ে রাজভবনে যাবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷

আক্রান্তদের নিয়ে ১৯ জুন থেকে ৫ দিন ধরনায় বসতে চান শুভেন্দু৷ এবিষয়ে অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি৷ কোনও উত্তর না পেলে মঙ্গলবার রিমাইন্ডার দেওয়ার সিন্ধান্ত নিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা৷ শুভেন্দু বলেন, তৃণমূল কংগ্রেসকে ৫ দিনের জন্য ধরনা দেওয়ার অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ৷ আমি কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি৷ এখনও কোনও রেসপন্স করেননি৷

এবিষয়ে বিরোধী দলনেতাকে কার্যত নকল না করতে বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, “ছোটবেলায় ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়েছিলাম৷ একবার একটা কাকের হঠাৎ করে ইচ্ছা হল সে ময়ূর হবে৷ সে ময়ূরের পালক নিয়ে নিজের গায়ে লাগিয়ে ময়ূর সেজেছিল৷ কিন্ত্ত একটা কাক কা কা করে ডাকার পর ওই কাকটাও ডেকে উঠেছিল৷ ধরা পড়ে গিয়েছিল৷ শুভেন্দু অধিকারীর ইচ্ছা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন৷ নকল করতে হবে৷ নিজস্বতা তো কিছুই নেই৷ কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকা আটকে রাখায় অভিষেক ধরনায় বসেছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো আটকে রাখে না, টাকা দেয়৷ তাই বলব নকল না করে নিজস্ব রাজনীতি করুন৷ আসলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে বিজেপি তাঁদের নতুন রাজ্য সভাপতির নাম জানাবে ৷ লড়াইয়ে টিকে থাকতে হবে তো৷ তাই এসব করছে৷”

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত প্রায় ২০০ জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ কিন্ত্ত পুলিশ তাঁদের রাজভবনের গেটের ভিতরে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি৷ পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা শর্তসাপেক্ষে রাজভবনে যাওয়ার অনুমতি দেন শুভেন্দুকে৷ রাজ্যপাল অনুমতি দিলে ভোট পরবর্তী হিংসার শিকার ১০০ জনকে সঙ্গে নিয়ে রবিবার রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী৷