শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৮ এপ্রিল— রামনবমীর দিন এগরা ও শক্তিপুরে ইট বৃষ্টির ঘটনায় শুভেন্দু অধিকারী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন৷ গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ডালখোলা ও হাওড়ায় করিয়েছিলেন৷ আমি টাইট দিয়েছিলাম কোর্টে যাওয়ার পরে, ৩৮টা গুন্ডা জেলে রয়েছে৷ এবার শক্তিপুরে ও এগরাতেও করেছেন৷ এরপর এমন টাইট দেওয়া হবে যে আগামীতে আর করতে পারবেন না৷ শিলিগুড়িতে দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী রাজু বিস্টার সমর্থনে ভোট প্রচারে এসে এমন সব কথাবার্তাই জানালেন বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী৷
তিনি আরও বলেন, এবার তৃণমূলের অনেকেই রামনবমীর মিছিলে হেঁটেছে এই বিষয়ে তিনি জানান৷ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ভোট দেখে করে ওরা৷ মালে যখন মাঝরাতে বিসর্জনের দিন এতগুলো লোক ভেসে গিয়েছিল, তখন মাঝরাতে মমতা আসেননি৷ জলপাইগুডি় এসেছিলেন লোক দেখানোর জন্য খিচ মেরি ফটো, এসব ভোটের জন্য করা হচ্ছে৷ বুধবার রামনবমীর মিছিলে শিলিগুডি়তে রাজু বিস্তা ও তৃণমূলের নেত্রী পাপিয়া ঘোষ একসঙ্গে হেঁটেছিলেন, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজু বিস্তা এখানকার মানুষের হূদয়ে রয়েছেন৷ গত বছরও রামনবমীর মিছিলে হেঁটেছিলেন রাজু বিস্তা৷ তৃণমূলেরা ভোট বলে হেঁটেছে, তাতে কোন লাভ হবে না৷ কারা সনাতনকে আক্রমণ করে, কারা সনাতনের বিরোধী মানুষ সবই জানে৷
শীতলকুচিতে তৃণমূলের লোকজন হাতে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে এমন ভিডিও ভাইরাল হয়েছে এ বিষয় নিয়ে তিনি জানান, ওখানকার এসপির জন্য হচ্ছে এ ধরনের ঘটনা৷ ইলেকশন কমিশনের উচিত ছিল সেখানকার এসপিকে সরিয়ে দেওয়া, ইলেকশন কমিশন সেটা করেনি৷ আমরা আশাবাদী প্যারামেলিটারি ফোর্স রয়েছে, ডিআইজি সিআরপিএফ নিজেরাই সেখানে দায়িত্ব নিয়েছে, আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে৷