• facebook
  • twitter
Friday, 20 September, 2024

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে স্ট্যালিন, ঘুরে দেখলেন অ্যাপল-গুগল-মাইক্রোসফটের দপ্তর

অংশীদারিত্বগুলিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে তামিলনাড়ুকে এশিয়ার বৃদ্ধির এক অন্যতম চালিকাশক্তি করে তোলার জন্য (আমি) প্রতিজ্ঞাবদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে সান ফ্রান্সিসকো শহরে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো শীর্ষ সংস্থার অফিস ঘুরে দেখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এর পাশাপাশি তিনি এই সংস্থাগুলোর সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত নানা আলোচনাও করেন।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের অফিস পরিদর্শনে চমকপ্রদ অভিজ্ঞতা হল। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অংশীদারিত্ব সংক্রান্ত আলোচনা হয়েছে। এই অংশীদারিত্বগুলিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে তামিলনাড়ুকে এশিয়ার বৃদ্ধির এক অন্যতম চালিকাশক্তি করে তোলার জন্য (আমি) প্রতিজ্ঞাবদ্ধ।’

বর্তমানে স্ট্যালিন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানকার বিভিন্ন শীর্ষ সংস্থার সঙ্গে তামিলনাড়ুর জন্য প্রয়োজনীয় নানা বিনিয়োগ এবং লগ্নি নিয়ে আসার লক্ষ্য তাঁর। শুক্রবারই তিনি ঘোষণা করেন, ৯০০ কোটি টাকারও বেশি আর্থিক বিনিয়োগ সফরের প্রথম দিনেই তিনি আনতে সক্ষম হয়েছেন। এই বিনিয়োগগুলি চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই এবং চেঙ্গালপাত্তুর নানা প্রকল্পের জন্য। এর ফলে ৪১০০-রও বেশি নতুন কর্মসংস্থান হবে, এমনটাই জানা গিয়েছে।

‘এক্স’ প্ল্যাটফর্মে তাঁর পোস্টে তিনি আরও জানান, ‘নোকিয়া – ৪৫০ কোটি টাকা, ১০০টি চাকরি; পেপ্যাল – ১০০০ টি চাকরি; ইল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস – ১৫০ কোটি টাকা, ৩০০টি চাকরি; মাইক্রো চিপ – ২৫০ কোটি টাকা, ১৫০০ টি চাকরি; ইনফিংক্স – ৫০ কোটি টাকা, ৭০০টি চাকরি; অ্যাপ্লায়েড মেটিরিয়ালস – ৫০০ টি চাকরি। সফরের বাকি দুই সপ্তাহে আমরা এর থেকেও অধিক বেগে আরও বিনিয়োগকারীদের তামিলনাড়ুর প্রতি আকৃষ্ট করতে পারব। যা ভারতের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের দিকে ঠেলে দেবে।’

সান ফ্রান্সিসকো বিনিয়োগ কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে স্ট্যালিন তামিলনাড়ুর আর্থিক নানা কৃতিত্ব, ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাজ্য, রাজ্যে উচ্চহারে নগরায়ন, শিক্ষাক্ষেত্রে নানা স্বীকৃতির কথাও উল্লেখ করেন। বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মৌ’ চুক্তিও স্বাক্ষর করেন তিনি।